কনটেন্ট যাচাইয়ের জন্য এবার আসছে 'কমিউনিটি নোট'

প্রকাশ: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪  ডেস্ক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
প্ল্যাটফর্মের তথ্য যাচাইয়ে তৃতীয় পক্ষের ফ্যাক্ট চেকিং ব্যবস্থা ব্যবহারের পরিবর্তে এবার ‘কমিউনিটি নোটস’ নামের একটি নতুন ফিচার পরীক্ষামূলকভাবে চালু করতে যাচ্ছে সোশ্যাল মিডিয়ার জায়ান্ট মেটা। প্রথম ধাপে ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডস-এ যুক্তরাষ্ট্রে এটি চালু করা হবে।

মেটা বলছে, এই নতুন পদ্ধতিতে ব্যবহারকারীরাই যাচাই করা তথ্য যুক্ত করতে পারবেন। যা পরবর্তীতে কনটেন্ট মডারেশনের কাজে ব্যবহৃত হবে।

‘কমিউনিটি নোটস’ কী এবং কীভাবে কাজ করবে
>>নতুন এই পদ্ধতিতে নির্দিষ্ট কিছু ব্যবহারকারী কোনো পোস্ট বা তথ্যের সত্যতা যাচাই করে সেখানে সংশ্লিষ্ট ব্যাখ্যা বা নোট সংযুক্ত করতে পারবেন।

>>ফ্যাক্ট-চেকারদের পরিবর্তে সাধারণ ব্যবহারকারীরা তথ্য যাচাই করতে পারবেন।

>>নোটসের মাধ্যমে পোস্টের নির্ভরযোগ্যতা যাচাই করা হবে।

>>ব্যবহারকারীরা পোস্টের তথ্য সম্পর্কে মতামত বা ব্যাখ্যা দিতে পারবেন।

>>মেটার বিশেষ অ্যালগরিদম এই নোটগুলোর প্রাসঙ্গিকতা বিশ্লেষণ করবে।

এটি মূলত এক্স (পূর্ববর্তী টুইটার) প্ল্যাটফর্মের ২০২১ সালে চালু করা ‘কমিউনিটি নোটস’ ফিচারের মতো।
 
কেন মেটা ফ্যাক্ট-চেকিংয়ের পরিবর্তে এই ব্যবস্থা আনছে
মেটার মতে, তৃতীয় পক্ষের ফ্যাক্ট-চেকিং ব্যবস্থা অনেক সময় সীমাবদ্ধ হয়ে পড়ে এবং এতে স্বচ্ছতার অভাব দেখা দেয়। নতুন ‘কমিউনিটি নোটস’ পদ্ধতিতে ব্যবহারকারীরাই সরাসরি পোস্ট যাচাই করতে পারবেন।
 
কবে থেকে চালু হচ্ছে ‘কমিউনিটি নোটস’
১৭ মার্চ ২০২৫ থেকে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে। প্রথম ধাপে যুক্তরাষ্ট্রের দুই লাখ ব্যবহারকারী এতে অংশ নিতে পারবেন। কেবল ১৮ বছরের বেশি বয়সী ও ছয় মাসের পুরনো অ্যাকাউন্টধারীরা নোটস দিতে পারবেন।
 
এই পরিবর্তনের প্রভাব কী হতে পারে
ব্যবহারকারীদের বেশি স্বাধীনতা থাকবে। ভুয়া তথ্য প্রতিরোধে দ্রুত পদক্ষেপ নেওয়া যাবে। এক্স-এর মতো আরও স্বচ্ছ ফ্যাক্ট-চেকিং ব্যবস্থা তৈরি হবে। তবে এর মাধ্যমে রাজনৈতিক বা মতাদর্শভিত্তিক পক্ষপাতদুষ্ট তথ্য ছড়ানোর আশঙ্কা থাকতে পারে।

কোনো ভুল তথ্য অনেক ব্যবহারকারী সমর্থন করলে তা বৈধ মনে হতে পারে। অপব্যবহারের ঝুঁকি থাকায় মেটাকে সঠিক পর্যবেক্ষণ রাখতে হবে।

আপনার মতামত দিন