মেটা ও স্ন্যাপ কি একই সময়ে এআর চশমা আনছে

প্রকাশ: শুক্রবার, ২৩ অগাস্ট, ২০২৪
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪  ডেস্ক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা এবং আরেক সামাজিক যোগাযোগমাধ্যম স্ন্যাপ প্রায় কাছাকাছি সময়ে নিজেদের প্রথম অগমেন্টেড রিয়েলিটি বা এআর-ভিত্তিক প্রযুক্তির চশমা আনতে যাচ্ছে। প্রতিষ্ঠান দুটি একে অপরের প্রতিদ্বন্দ্বী হওয়ায় এ নিয়ে প্রযুক্তি মহলে বেশ কৌতূহলের সৃষ্টি হয়েছে।

স্ন্যাপ কবে এআর প্রযুক্তির চশমা আনছে, এই তথ্য প্রকাশ করেছে স্ন্যাপচ্যাটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইভান স্পিগেল। জানা গেছে, আগামী ১৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হবে স্ন্যাপচ্যাটের সম্মেলন ‘পার্টনার’। এই সম্মেলনে পঞ্চম প্রজন্মের এআর চশমা উন্মোচনের ঘোষণা আসবে বলে ধারণা করা হচ্ছে। এই সম্মেলনের পর ২৫ সেপ্টেম্বর মেনলো পার্কে মেটার সম্মেলন ‘কানেক্ট’ অনুষ্ঠিত হবে। সেই সম্মেলনে মেটার প্রথম এআর চশমা ওরিয়ন উন্মোচন করা হতে পারে।

স্ন্যাপ ও মেটার এই এআর চশমা এখনই সাধারণ ব্যবহারকারীর জন্য বাজারে ছাড়া হবে না। সীমিতসংখ্যক এআর চশমা উৎপাদন করার ফলে প্রাথমিকভাবে নির্দিষ্ট কিছু ডেভেলপার এগুলো ব্যবহার করতে পারবেন। জানা গেছে, স্ন্যাপ এখন আনবে ১০ হাজারের কম আর চশমা। আর মেটা আরও কম চশমা তৈরি করবে।

বাজারে এখন মেটার স্মার্ট রোদচশমা কিনতে পাওয়া যায়। মেটা ও রেব্যান স্টোরিজ মিলে প্রথম স্মার্ট রোদচশমাটি ২০২১ সালের সেপ্টেম্বরে বাজারে আনে। স্মার্ট রোদচশমা দিয়ে ব্যবহারকারী ছবি তুলতে ও গান শুনতে পারেন এবং ফেসবুক ও হোয়াটসঅ্যাপে বার্তা আদান-প্রদান করতে পারেন। মেটার পাশাপাশি স্ন্যাপচ্যাটেরও স্পেকটাকল নামে স্মার্ট চশমা রয়েছে। সূত্র: দ্য ভার্জ
image

আপনার মতামত দিন