মেটার সঙ্গে টেক্কা দেবে অ্যামাজনের এআর গ্লাস 

প্রকাশ: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪  ডেস্ক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

প্রযুক্তি দুনিয়ায় বড় ধরনের চমক আনতে যাচ্ছে অ্যামাজন। নতুন একটি অগমেন্টেড রিয়ালিটি (এআর) গ্লাস তৈরি করছে টেক জায়ান্টটি। এটি সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে মেটার সঙ্গে।

 “জেহক” কোডনেমে তৈরি এই গ্লাস নিয়ে সম্প্রতি এক প্রতিবেদনে তথ্য প্রকাশ করেছে দ্য ইনফরমেশন, যার সত্যতা নিশ্চিত করেছে রয়টার্স।

কী থাকছে অ্যামাজনের এআর গ্লাসে?
এই স্মার্ট গ্লাসে থাকছে মাইক্রোফোন, স্পিকার, ক্যামেরা।

এক চোখে ফুল-কালার ডিসপ্লে
অ্যামাজন যদিও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি, তবে ধারণা করা হচ্ছে ২০২৬ সালের শেষ বা ২০২৭ সালের শুরুতেই কনজ্যুমার সংস্করণ বাজারে আসতে পারে।

কর্মীদের জন্য স্পেশাল এডিশনও আসছে
এটা অ্যামাজনের প্রথম কনজ্যুমার এআর গ্লাস হলেও, এর আগে কোম্পানিটি ডেলিভারি কর্মীদের জন্য একটি বিশেষ স্মার্ট চশমা তৈরি করেছে। এই সংস্করণে থাকবে টার্ন-বাই-টার্ন নেভিগেশন সাপোর্ট, যা ডেলিভারির পথ সহজ করবে। এটি ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে সীমিতভাবে (প্রায় এক লাখ ইউনিট) বাজারে আসতে পারে।

প্রতিদ্বন্দ্বি কে?
অ্যামাজনের এই উদ্যোগ সরাসরি টার্গেট করছে মেটাকে। মেটা ইতোমধ্যেই ওয়াকলে ব্র্যান্ডের সঙ্গে মিলে এআই-চালিত স্মার্ট গ্লাস তৈরি করেছে। ২০২৩ সালে উন্মোচিত রে-ব্যান মেটা স্মার্ট গ্লাস মিলিয়নেরও বেশি ইউনিট বিক্রি হয়েছে।

সবশেষ খবর অনুযায়ী, মেটা শিগগিরই তাদের নতুন এআর গ্লাস কনেক্ট কনফারেন্স ২০২৫-এ উন্মোচন করতে পারে।

ভবিষ্যতের দিকে এক ঝলক
এআর গ্লাস নিয়ে অ্যামাজনের এই নতুন উদ্যোগ প্রযুক্তি বাজারে আরও প্রতিযোগিতা তৈরি করবে। ব্যবহারকারীর অভিজ্ঞতা কেমন হবে, অ্যাপ ইন্টিগ্রেশন কেমন হবে তা সময়ই বলে দেবে। তবে এটা নিশ্চিত, অ্যামাজনের মতো কোম্পানি এই বাজারে ঢুকলে স্মার্ট গ্লাস হবে আরও বেশি গ্রহণযোগ্য এবং ব্যবহারবান্ধব। সূত্র: দ্য ইনফরমেশন, রয়টার্স, দ্য ভার্জ

image

আপনার মতামত দিন