মোবাইলে সরাসরি ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দিতে ইলন মাস্কের স্পেসএক্সের বড় পদক্ষেপ  

প্রকাশ: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png নিজস্ব প্রতিবেদক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

বিশ্বব্যাপী মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ইলন মাস্কের স্পেসএক্স এক নতুন মাইলফলক স্পর্শ করেছে। স্পেসএক্স স্টারলিংকের স্যাটেলাইট নেটওয়ার্কের মাধ্যমে সরাসরি মোবাইলে ইন্টারনেট পরিষেবা চালু করার পরিকল্পনায় ৫০ মেগাহার্টজ স্পেকট্রাম অধিগ্রহণের জন্য মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান একোস্টারের সঙ্গে ১৭ বিলিয়ন ডলারের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১,৭০০ কোটি টাকা) বিশাল একটি চুক্তি করেছে।

স্পেকট্রাম চুক্তির বিস্তারিত
এই চুক্তির আওতায় একোস্টার তাদের এডিডাব্লিউ এস ফোর এবং এইচ ব্লক স্পেকট্রাম লাইসেন্স স্পেসএক্সকে হস্তান্তর করবে। মোট চুক্তির মূল্যমানের অর্ধেক অর্থাৎ ৮.৫ বিলিয়ন ডলার নগদ প্রদান করা হবে এবং বাকি ৮.৫ বিলিয়ন ডলার (৮৫০ কোটি ডলার) স্পেসএক্সের শেয়ার আকারে প্রদান করা হবে। নগদ অর্থের মধ্যে ২ বিলিয়ন ডলার একোস্টারের ঋণের সুদ পরিশোধে ব্যবহৃত হবে।

এফসিসি অনুমোদন ও পরিষেবা শুরু
২০২৪ সালে মার্কিন ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি) স্পেসএক্সকে মোবাইল ফোনে স্টারলিংক ইন্টারনেট পরিষেবা চালুর অনুমতি দেয়। এই পরিষেবার প্রথম অংশীদার হিসেবে রয়েছে জনপ্রিয় মোবাইল নেটওয়ার্ক টিমোবাইল। নতুন স্পেকট্রাম অধিগ্রহণের মাধ্যমে স্পেসএক্স ভবিষ্যতে অন্যান্য নেটওয়ার্ক সরবরাহকারীর ওপর নির্ভর না করেই সরাসরি মোবাইল পরিষেবা দিতে সক্ষম হবে।

স্পেসএক্স জানিয়েছে, এই স্পেকট্রাম তাদের পরবর্তী প্রজন্মের স্যাটেলাইটে ব্যবহৃত হবে, যা সরাসরি মোবাইলে উচ্চগতির এবং উন্নত মানের ‘৫জি প্রযুক্তি’ ব্যবহার করে ইন্টারনেট সেবা দিতে পারবে। এর ফলে ব্যবহারকারীরা আগের চেয়ে দ্রুতগতির, স্থিতিশীল ও উন্নত মানের ইন্টারনেট সুবিধা পাবেন। একই সঙ্গে একোস্টারের বুস্ট মোবাইল গ্রাহকরাও স্টারলিংকের এই সেবা গ্রহণ করতে সক্ষম হবেন।

এফসিসির তদন্ত এবং প্রভাব
চুক্তির পেছনে মার্কিন ফেডারেল কমিউনিকেশনস কমিশনের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। চলতি বছরের মে মাসে একোস্টারের স্পেকট্রাম ব্যবহারের বিষয়ে তদন্ত শুরু করে এফসিসি, যা স্পেসএক্সের প্রকাশ্য অনুরোধের পর আসে। ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগতভাবে একোস্টারের সিইও চার্লি এরগেনকে স্পেকট্রাম বিক্রির জন্য আহ্বান জানিয়েছেন।

এদিকে, গত ২৬ আগস্ট একোস্টার ২৩ বিলিয়ন ডলারের (প্রায় ২,৩০০ কোটি টাকা) স্পেকট্রাম লাইসেন্স এটিঅ্যান্ডটির কাছে বিক্রি করেছে। একোস্টার আশা করছে, স্পেসএক্স ও এটিঅ্যান্ডটির সঙ্গে স্পেকট্রাম বিক্রির এই দুটি চুক্তি এফসিসির তদন্ত মীমাংসা করবে।

একোস্টারের পরিকল্পনায় পরিবর্তন
এই চুক্তির ফলে একোস্টারের নিজস্ব স্যাটেলাইট সংযোগ পরিষেবা গঠনের পরিকল্পনা প্রায় বাতিল হয়ে গেছে। এরই অংশ হিসেবে, কানাডার স্যাটেলাইট নির্মাতা এমডিএ স্পেসের সঙ্গে একোস্টার ১.৩ বিলিয়ন ডলারের (প্রায় ১৩০ কোটি টাকা) মূল্যের ১০০টি স্যাটেলাইট নির্মাণ চুক্তি বাতিল করেছে। উল্লেখ্য, এই চুক্তি মাত্র পাঁচ সপ্তাহ আগে ঘোষণা করা হয়েছিল।

স্পেসএক্সের ভবিষ্যৎ পরিকল্পনা
স্পেসএক্স জানিয়েছে, এই নতুন স্পেকট্রামের মাধ্যমে তারা এমন উন্নত প্রযুক্তির স্যাটেলাইট তৈরি করবে, যা প্রথম প্রজন্মের স্টারলিংক ডাইরেক্ট টু সেল স্যাটেলাইটের তুলনায় প্রায় ১০০ গুণ বেশি ক্ষমতাসম্পন্ন হবে। এর ফলে ভবিষ্যতে বিশ্বব্যাপী মোবাইল ফোন ব্যবহারকারীরা আরও দ্রুত, নির্ভরযোগ্য ও উন্নতমানের ইন্টারনেট সেবা উপভোগ করতে পারবেন।  সূত্র: ব্লুমবার্গ, রয়টার্স, সিএনবিসি ও টেকক্রাঞ্চ

image

আপনার মতামত দিন