নিজ দেশে ফিরলেন টেলিগ্রাম প্রতিষ্ঠাতা পাভেল দুরভ

প্রকাশ: বুধবার, ১৯ মার্চ, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪  ডেস্ক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
টেলিগ্রামের প্রতিষ্ঠাতা ও সিইও পাভেল দুরভ বহু বছর পর নিজ দেশে ফিরেছেন। প্রযুক্তি জগতের এই আলোচিত ব্যক্তিত্ব দীর্ঘদিন ধরে বিদেশে বসবাস করছিলেন। তবে এবার তিনি নিজ দেশে ফিরে সবার দৃষ্টি আকর্ষণ করেছেন।

দুরভের স্বদেশে ফেরা নিয়ে নানা জল্পনা-কল্পনা থাকলেও, তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে দেশে ফেরার মূল কারণ বা ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাননি।

টেলিগ্রাম, যা বিশ্বব্যাপী অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত, দুরভের নেতৃত্বে ক্রমাগত নতুন নতুন ফিচার যুক্ত করে ব্যবহারকারীদের সুরক্ষা ও স্বাধীনতা নিশ্চিত করছে। যদিও এর আগে রাশিয়ার সঙ্গে তার বিভিন্ন বিষয়ে মতপার্থক্য দেখা গিয়েছিল, তবু এবার দেশে ফেরার বিষয়টি প্রযুক্তি মহলে আলোচনার জন্ম দিয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, দুরভের এই প্রত্যাবর্তন শুধুই ব্যক্তিগত নাকি পেশাদার কোনো কৌশলের অংশ, তা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

image

আপনার মতামত দিন