নতুন এআই মডেল আনল ডিপসিক, বিশেষ কি সুবিধা থাকছে?

প্রকাশ: রবিবার, ২৪ অগাস্ট, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪  ডেস্ক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

চীনের উদীয়মান কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) স্টার্টআপ ডিপসিক তাদের ফ্ল্যাগশিপ মডেল ‘ভি৩’-এর নতুন সংস্করণ ‘ডিপসিক ভি৩.১’ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটির দাবি, এই মডেলটি এখন চীনে তৈরি চিপের সঙ্গে আরও সামঞ্জস্যপূর্ণ এবং বেশি গতিসম্পন্ন। বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতায়, যখন চীন দেশীয় সেমিকন্ডাক্টর প্রযুক্তির ওপর জোর দিচ্ছে, তখন এই পদক্ষেপকে কৌশলগতভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

দেশীয় চিপের সঙ্গে কাজের উপযোগী
ডিপসিক এক উইচ্যাট পোস্টে জানায়, তাদের নতুন ভি৩.১ মডেলটি ইউই ৮ এমও এফফি৮ প্রিসিশন ফরম্যাট সমর্থন করে। এটি এমন এক তথ্যপ্রক্রিয়াকরণ পদ্ধতি যা কম মেমোরি ব্যবহার করে দ্রুতগতিতে এআই মডেল চালাতে সহায়তা করে।

তবে তারা এখনও জানায়নি, ঠিক কোন কোম্পানির চিপ বা কোন মডেলের সঙ্গে এই সমন্বয় করা হয়েছে। তবুও এটুকু পরিষ্কার যে, এটি চীনের ভবিষ্যৎ দেশীয় সেমিকন্ডাক্টর ইকোসিস্টেমের জন্য তৈরি।

যুক্তিসম্পন্ন ও সাধারণ মোডে কাজের সুবিধা
ডিপসিক জানিয়েছে, নতুন মডেলে রয়েছে হাইব্রিড ইনফারেন্স স্ট্রাকচার, যার মাধ্যমে দুটি ভিন্ন ধরণের অপারেশনাল মোডে কাজ করা সম্ভব। যেমন, যুক্তিসংগত বিশ্লেষণ ও সাধারণ মোড।

ব্যবহারকারীরা চাইলে ‘ডিপ থিংকিং’ নামে একটি বোতামের মাধ্যমে এই মোড চালু বা বন্ধ করতে পারবেন। এই সুবিধাটি ডিপসিকের অ্যাপ ও ওয়েব প্ল্যাটফর্মে এখন থেকে সচল রয়েছে।

সাশ্রয়ী এপিআই ব্যবহার ও খরচ পরিবর্তন
ডিপসিক আরও জানিয়েছে, তাদের এআই মডেলের এপিআই ব্যবহারের খরচ আগামী ৬ সেপ্টেম্বর থেকে সমন্বয় করা হবে। এর ফলে অন্যান্য ডেভেলপাররা সহজে নিজেদের অ্যাপ বা ওয়েব সার্ভিসে ডিপসিকের মডেল সংযুক্ত করতে পারবেন, সম্ভবত আরও কম খরচে।

ওপেনএআই-এর সঙ্গে প্রতিযোগিতা?
২০২৫ সালের শুরু থেকেই ডিপসিক বিশ্বব্যাপী প্রযুক্তি বিশ্লেষকদের নজর কেড়েছে। পশ্চিমা প্রযুক্তির তুলনায় কম খরচে মডেল পরিচালনা করার লক্ষ্য নিয়ে তারা চ্যাটজিপিটি-র বিকল্প হিসেবে নিজেদের অবস্থান তৈরি করার কথা বলে আসছে।

এ বছর মার্চে ‘ভি৩’ মডেলের একটি আপগ্রেড এবং মে মাসে ‘আরআই’ মডেলের হালনাগাদ এনে তারা নিজেদের সক্ষমতা দেখিয়েছে। ভি৩.১। মডেল সেই ধারাবাহিকতারই সর্বশেষ সংযোজন।

প্রযুক্তিতে স্বনির্ভরতার পথে চীন
যুক্তরাষ্ট্রের রপ্তানি নিষেধাজ্ঞার কারণে চীন এখন দেশীয় প্রযুক্তি এবং চিপ উন্নয়নের ওপর জোর দিচ্ছে। ডিপসিকের এই উদ্যোগ চীনের প্রযুক্তি খাতে স্বনির্ভরতা অর্জনের পথে একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

‘ডিপসিক ভি৩.১’ কেবল একটি সফটওয়্যার আপডেট নয়, এটি চীনের প্রযুক্তি কৌশলের একটি গুরুত্বপূর্ণ প্রতিচ্ছবি। দেশীয় চিপের সঙ্গে সামঞ্জস্য, কম খরচে পরিচালনা, দ্রুত ফলাফল এবং হাইব্রিড ইনফারেন্স, সব মিলিয়ে এটি চীনা এআই খাতকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। সূত্র: ফাইনান্সিয়াল টাইমস ও রয়টার্স।

image

আপনার মতামত দিন