গুগলের ডেভেলপার এবং প্রযুক্তিপ্রেমীদের জন্য বছরের সবচেয়ে প্রতীক্ষিত আয়োজন গুগল আই/ও ২০২৫ শুরু হচ্ছে আজ, মঙ্গলবার। প্রতিবছরের মতো এবারও এই বার্ষিক প্রযুক্তি সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউ শহরের শোরলাইন অ্যাম্ফিথিয়েটারে। বাংলাদেশ সময় অনুযায়ী রাত ১১টায় শুরু হবে এই বহুল আলোচিত আয়োজন।
দুই দিনব্যাপী এই সম্মেলনে গুগলের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকবেন। সম্মেলনের উদ্বোধনী বক্তব্য দেবেন গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই। তার সঙ্গে থাকবেন ডিপমাইন্ডের সহ-প্রতিষ্ঠাতা ডেমিস হাসাবিস, যিনি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) বিষয়ক উন্নত প্রযুক্তি নিয়ে আলোচনা করবেন।
এআই-ই সম্মেলনের মূল কেন্দ্রবিন্দু
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এবারের সম্মেলনের মূল আকর্ষণ হতে যাচ্ছে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি। বিশেষ করে গুগলের নিজস্ব এআই মডেল Gemini এবং অন্যান্য এআই প্রকল্প নিয়ে থাকবে ব্যাপক আলোচনা। ধারণা করা হচ্ছে, Gemini-এর হালনাগাদ সংস্করণ বা নতুন কোনো বৈশিষ্ট্য উন্মোচন করা হতে পারে।
এ ছাড়া আলোচনায় থাকতে পারে:
>> ডিপমাইন্ডের Project Astra
>> LearnLM নামের একটি নতুন শেখার সহায়ক ভাষা মডেল
>> গুগলের অন্যান্য গবেষণাভিত্তিক AI উদ্ভাবন।
হার্ডওয়্যার ঘোষণারও সম্ভাবনা
গুঞ্জন রয়েছে, গুগল এবার স্যামসাংয়ের সহযোগিতায় তৈরি একটি XR (Extended Reality) হেডসেট প্রদর্শন করতে পারে। এই হেডসেটটি চলবে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে, এবং এটি সরাসরি অ্যাপলের Vision Pro-এর প্রতিদ্বন্দ্বী হিসেবে বাজারে আসতে পারে বছরের শেষ নাগাদ।
অ্যান্ড্রয়েড নয়, এবার ফোকাস অন্যখানে
বিশ্লেষকরা মনে করছেন, এবারের সম্মেলনে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম নিয়ে বড় কোনো ঘোষণা নাও আসতে পারে। বরং ফোকাস থাকবে এআই-নির্ভর বিভিন্ন সফটওয়্যার এবং সেবার দিকে। বিশেষভাবে যেসব সেবা নিয়ে ঘোষণা আসতে পারে:
>> Gmail
>> Google Chrome
>> Google Play Store
>> Google Cloud Services
সরাসরি দেখা যাবে অনলাইনে
গুগল আই/ও ২০২৫ সম্মেলনের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্ত সরাসরি সম্প্রচার করা হবে গুগলের ইউটিউব চ্যানেলে। যারা সম্মেলনে সরাসরি উপস্থিত থাকতে পারছেন না, তারা অনলাইনে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে অংশ নিতে পারবেন।
দর্শকদের জন্য সময়সূচি (বাংলাদেশ সময় অনুযায়ী):
>> রাত ১১টা: উদ্বোধনী বক্তব্য-সুন্দর পিচাই
>> রাত ২টা: ডেমিস হাসাবিসের AI উপস্থাপনা
>> পরবর্তী সময়ে চলবে বিভিন্ন টেকনিক্যাল সেশন ও প্রোডাক্ট ডেমো
প্রতিবছরের মতো গুগল আই/ও ২০২৫-ও প্রযুক্তির ভবিষ্যৎ রূপ পাল্টে দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে হাজির হয়েছে। বিশেষত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে গুগলের অগ্রগতি ও ভবিষ্যৎ দিকনির্দেশনা জানার জন্য এই সম্মেলন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সারা বিশ্বের ডেভেলপার, উদ্ভাবক ও প্রযুক্তি ব্যবহারকারীদের দৃষ্টি এখন মাউন্টেন ভিউয়ের দিকে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস