গুগল এবার শহরের অবকাঠামো উন্নয়ন ও যান চলাচল বিশ্লেষণে নতুন একধরনের টুল চালু করেছে গুগল ম্যাপসে। এর মাধ্যমে শহর পরিকল্পনাকারী, সরকারি সংস্থা ও গবেষকরা বাস্তবভিত্তিক এবং কার্যকর সিদ্ধান্ত নিতে পারবেন।
নতুন এই টুলগুলো গুগলের বিগকোয়েরি (BigQuery) নামের ক্লাউডভিত্তিক ডেটা বিশ্লেষণ প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত। এর ফলে গুগল ম্যাপসের বিভিন্ন তথ্য আরও গভীরভাবে বিশ্লেষণ করা যাবে।
এতে তিনটি প্রধান সুবিধা থাকছে। সেগুলো হলো-
>> ইমেজারি ইনসাইটস (Imagery Insights): স্যাটেলাইট বা অন্য ছবি ব্যবহার করে রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খুঁটি, সাইনবোর্ডসহ নানা অবকাঠামোর অবস্থা দেখা যাবে। টেলিযোগাযোগ প্রতিষ্ঠানগুলো এই সুবিধা ব্যবহার করে অবকাঠামো রক্ষণাবেক্ষণে সহজেই সিদ্ধান্ত নিতে পারবে।
>> রোডস ম্যানেজমেন্ট ইনসাইটস (Roads Management Insights): অতীত ও বর্তমান যান চলাচলের তথ্য বিশ্লেষণ করে কোন রাস্তায় বেশি জ্যাম হয় বা কোন পথ বেশি কার্যকর তা জানা যাবে। জরুরি অবস্থায় বা ট্রাফিক পরিকল্পনায় এটি সাহায্য করবে।
>> প্লেসেস ইনসাইটস (Places Insights): কোনো এলাকার জনপ্রিয় স্থান বা স্থাপনা যেমন বাজার, হাসপাতাল, পার্ক ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে।
এছাড়াও, বিগকোয়েরির মাধ্যমে গুগলের 'আর্থ ইঞ্জিন' প্ল্যাটফর্মের উপগ্রহচিত্র বিশ্লেষণ করা যাবে। ফলে বন ধ্বংস, দাবানলের ঝুঁকি কিংবা জলবায়ু পরিবর্তনের প্রভাব বুঝতে সুবিধা হবে।
গুগলের মতে, এসব প্রযুক্তির সাহায্যে শহরগুলো টেকসই উন্নয়ন পরিকল্পনা করতে পারবে। সূত্র: দ্য ভার্জ