শিক্ষার্থীদের জন্য গুগলের জেমিনি প্রো এখন বিনামূল্যে

প্রকাশ: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png নিজস্ব প্রতিবেদক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

বিনা মূল্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল ‘জেমিনি প্রো’ ব্যবহারের সুযোগ পেতে যাচ্ছেন বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ও উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। জেমিনি ফর এডুকেশন এর আওতায় বাংলাদেশসহ কয়েকটি দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের এই সুযোগ দিচ্ছে গুগল। 

নতুন এ সুবিধা চালুর ফলে বাংলাদেশের শিক্ষার্থীরা জেমিনি প্রো কাজে লাগিয়ে গবেষণা, কোডিং, সৃজনশীল কাজ দ্রুত করার পাশাপাশি জটিল সমস্যা সমাধানের মাধ্যমে নিজেদের শিক্ষাজীবন আরও গতিশীল করতে পারবেন।

গুগলের তথ্যমতে,  বিনা মূল্যে জেমিনি প্রো ব্যবহারের সুযোগ পাবেন। বিনা মূল্যে জেমিনি প্রো ব্যবহারের জন্য শিক্ষার্থীদের অবশ্যই শিক্ষাপ্রতিষ্ঠানের অফিশিয়াল ই-মেইল ঠিকানা ব্যবহার করে জিমেইল অ্যাকাউন্টে সাইন ইন করতে হবে। এরপরে জেমিনির অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে জেমিনি প্রো চালু করতে হবে।

 শিক্ষার্থীরা প্রাথমিকভাবে এক বছরের জন্য জেমিনি ২.৫ প্রো মডেল, ডিপ রিসার্চ, অডিও ওভারভিউসহ বিভিন্ন টুলসের পাশাপাশি অনলাইনে বিনা মূল্যে ২ টেরাবাইট ধারণক্ষমতা পাবেন। এ ছাড়া ভিও ৩ মডেল ব্যবহার করে যেকোনো ছবিকে ভিডিওতে পরিণত করতে পারবেন। এ সুযোগ পেতে হলে শিক্ষার্থীদের অবশ্যই আগামী ৯ ডিসেম্বরের মধ্যে নিবন্ধন করতে হবে।

গুগল জানিয়েছে, সম্প্রতি চালু করা জেমিনি ফর এডুকেশন মূলত শিক্ষামূলক চাহিদার ওপর ভিত্তি করে তৈরি জেমিনি অ্যাপের নতুন সংস্করণ। শিক্ষার্থীদের জেমিনি এআই থেকে সর্বাধিক সুবিধা পাওয়ার সুযোগ করে দিতে গুগলের শিক্ষা প্ল্যাটফর্মের আওতায় সংস্করণটি চালু করা হয়েছে। এআই যেকোনো ব্যক্তিকে সহজে সবচেয়ে ভালোভাবে যেকোনো বিষয়ে শিখতে সাহায্য করে। জেমিনির নতুন সংস্করণটি শুধু উত্তর দেওয়ার পরিবর্তে শিক্ষার্থীদের শেখার সঙ্গী হিসেবে কাজ করবে।

এই সুযোগকে বাংলাদেশের জন্য আশীর্বাদ উল্লেখ করে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সের (ইউআইটিএস) সহযোগী অধ্যাপক ও আইকিউএসসি ডিরেক্টর সাফায়েত হোসাইন বলেছেন, পশ্চিমা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় অর্থের বিনিময়ে ব্যবহার উপযোগী এআই টুলগুলো শিক্ষার্থীদের বিনা মূল্যে বা কম মূল্যে ব্যবহারের সুযোগ করে দেয়। ফলে তারা সহজেই এআই প্রযুক্তি কাজে লাগিয়ে শিক্ষামূলক বিভিন্ন কাজ করতে পারেন। গুগল জেমিনি প্রো বিনা মূল্যে ব্যবহারের সুযোগ বাংলাদেশের শিক্ষার্থীদের এআইনির্ভর দক্ষতা বাড়াতে ভূমিকা রাখবে। গবেষণায় আগ্রহী শিক্ষার্থীরাও এতে উপকৃত হবেন।

image

আপনার মতামত দিন