স্পেসএক্সের স্যাটেলাইট থেকে সরাসরি মোবাইল নেটওয়ার্কে সংযোগের পথে

প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪  ডেস্ক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

ইলন মাস্কের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্স সম্প্রতি মার্কিন টেলিযোগাযোগ প্রতিষ্ঠান EchoStar-এর কাছ থেকে প্রায় ১৭ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের ওয়্যারলেস তরঙ্গ (spectrum) কেনার চুক্তি করেছে। এই চুক্তির মাধ্যমে স্পেসএক্সের লক্ষ্য, স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংককে সরাসরি মোবাইল নেটওয়ার্কে যুক্ত করা।

বিশেষজ্ঞরা বলছেন, এটি শুধু স্টারলিংকের পরিসেবা বিস্তারের এক নতুন অধ্যায় নয়, বরং ভবিষ্যতে স্পেসএক্সের নিজস্ব ৫জি (5G) মোবাইল নেটওয়ার্ক চালুর পথও সুগম করবে।

গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলের জন্য সুখবর 
বর্তমানে যুক্তরাষ্ট্রের মোবাইল নেটওয়ার্ক বাজারে Verizon, AT&T ও T-Mobile-এর মতো প্রতিষ্ঠানগুলো আধিপত্য বিস্তার করে আছে। সেখানে স্টারলিংক মূলত স্যাটেলাইট ইন্টারনেট সেবাদাতা হলেও, এই নতুন চুক্তি তাদেরকে সম্ভাব্য মোবাইল অপারেটর হিসেবেও প্রতিষ্ঠিত করতে পারে।

বিশেষ করে গ্রামীণ ও দুর্গম অঞ্চলে, যেখানে প্রচলিত মোবাইল টাওয়ারের কভারেজ সীমিত এই সেবা ব্যবহারকারীদের জন্য একটি বড় সুবিধা হবে। ইলন মাস্ক নিজেই ইঙ্গিত দিয়েছেন, নতুন তরঙ্গ যুক্ত হলে পৃথিবীর যেকোনো প্রান্ত থেকেই ফোনে ভিডিও দেখা সম্ভব হবে।

Boost Mobile গ্রাহকদের জন্য বাড়তি সুবিধা
চুক্তির আওতায় EchoStar-এর অধীনস্থ Boost Mobile গ্রাহকেরাও সরাসরি উপকৃত হবেন। তারা স্টারলিংকের Direct-to-Cell সেবা ব্যবহার করতে পারবেন, যার ফলে প্রচলিত নেটওয়ার্কের বাইরে থেকেও ইন্টারনেট সংযোগ পাওয়া সম্ভব হবে।

EchoStar প্রেসিডেন্ট হামিদ আখাভান জানিয়েছেন, “এই চুক্তির ফলে Boost গ্রাহকরা দ্রুত ও সাশ্রয়ী মূল্যে স্যাটেলাইট সেবা উপভোগ করতে পারবেন।”

স্যাটেলাইট থেকেই কল ও ভিডিও স্ট্রিমিং 
স্পেসএক্স এখন এমন একটি প্রযুক্তি বাস্তবায়নে কাজ করছে, যাতে স্টারলিংকের স্যাটেলাইটগুলো সরাসরি মোবাইল ফোনের সঙ্গে সংযুক্ত হতে পারে কোনো প্রকার স্থলভিত্তিক টাওয়ার ছাড়াই। এই প্রযুক্তি সফল হলে, ব্যবহারকারীরা সহজেই স্যাটেলাইটের মাধ্যমে ভয়েস কল ও ভিডিও স্ট্রিমিং করতে পারবেন।

উল্লেখ্য, স্পেসএক্স পূর্বেও T-Mobile-এর সঙ্গে যৌথভাবে "T-Satellite" নামে একটি বার্তা আদান-প্রদানের সেবা চালু করেছিল, যা নির্দিষ্ট নিবন্ধনের ভিত্তিতে ব্যবহারের সুযোগ দিত।

কবে থেকে পাওয়া যাবে এই সেবা?
স্পেসএক্স জানিয়েছে, ২০২৫ সালেই তারা নতুন স্পেকট্রাম ব্যবহার করে ডেটা সেবা চালু করতে যাচ্ছে। অল্প সময়ের মধ্যেই ভয়েস কল সুবিধাও যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

ইলন মাস্কের এই উদ্যোগ শুধু প্রযুক্তিগতভাবে নয়, সামাজিক ও অর্থনৈতিক দিক থেকেও বড় একটি পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। পৃথিবীর এমন সব জায়গায়, যেখানে এখনো ইন্টারনেট সংযোগ দুর্লভ, সেখানেও উন্নতমানের মোবাইল ও ইন্টারনেট সেবা পৌঁছে দিতে পারে এই প্রযুক্তি। সূত্র: টেকরাডার, টাইমস অব ইন্ডিয়া  

image

আপনার মতামত দিন