যুক্তরাষ্ট্রে সাইবার নিরাপত্তা টিমে বড় পরিবর্তন, একাধিক শীর্ষ কর্মকর্তা বরখাস্ত

প্রকাশ: শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪  ডেস্ক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) ও সাইবার কমান্ডের প্রধান টিমোথি হগকে বরখাস্ত করা হয়েছে। নিরাপত্তা কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তিনি এনএসএর দায়িত্ব গ্রহণ করেন। টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

ওয়াশিংটন পোস্ট ও নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কয়েকজন গুরুত্বপূর্ণ নিরাপত্তা কর্মকর্তাকে হঠাৎ করে বরখাস্ত করা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ডানপন্থী রাজনৈতিক কর্মী লরা লুমার-এর পরামর্শে।

এদের মধ্যে অন্যতম হচ্ছেন হগ, যিনি নিরাপত্তা সংস্থার একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা ছিলেন। এছাড়া ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি (NSA)-এর ডেপুটি ডিরেক্টর এবং শীর্ষস্থানীয় বেসামরিক কর্মকর্তা ওয়েন্ডি নোবলকেও পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

এই বরখাস্তের ফলে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ নিরাপত্তা সংস্থাগুলোর নেতৃত্বে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ডিপার্টমেন্ট অব ডিফেন্স (যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ) জানিয়েছে, তারা পুরো পরিস্থিতি সতর্কভাবে পর্যবেক্ষণ করছে।

এ বিষয়ে সিনেট ইন্টেলিজেন্স কমিটির ভাইস-চেয়ারম্যান মার্ক ওয়ার্নার বলেছেন, “এই সিদ্ধান্ত অত্যন্ত বিস্ময়কর। যখন যুক্তরাষ্ট্র বড় ধরনের সাইবার হুমকির মুখে, তখন এমন পদক্ষেপ দেশের নিরাপত্তা নিয়েই প্রশ্ন তোলে।” সূত্র: টেকক্রাঞ্চ।
 
image

আপনার মতামত দিন