বাজারের সিন্ডিকেট ভাঙবে ‘বাজারদর’ অ্যাপ

প্রকাশ: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
Image নিজস্ব প্রতিবেদক
news-banner
  ছবি: সংগৃহীত
বাজার সিন্ডিকেট ভাঙার লক্ষ্য নিয়ে পণ্যের সঠিক দাম নিরুপন ও নিশ্চিত করতে একটি অ্যাপ বানিয়েছে ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি’র (ডিআইআইটি) এক শিক্ষার্থী। অ্যাপের নাম বাজারদর। ইন্টারনেট সংযোগ ছাড়াই আগের ডাটা লোডের মাধ্যমে কাজ করতে সক্ষম অ্যাপটি। অ্যাপ নির্মাতা মেধাবী শিক্ষার্থী মো. ইব্রাহিম মোল্লা।

বুধবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর ধানমন্ডির মিরপুর রোডের ড্যাফোডিল টাওয়ারের ৭১ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে অ্যাপটির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে জাননো হয়, অ্যাপটি শুধু গ্রাহকদের সঠিক বাজারমূল্য-ই জানাতে সক্ষম তা নয়, বরং এটি বাজারের সিন্ডিকেট ভেঙে সঠিক মূল্য নিশ্চিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বাজারে গিয়ে অতিরিক্ত দাম চাইলে গ্রাহক সহজে সরকার নির্ধারিত মূল্য পরিসর দেখতে পারবেন ব্যবহারকারী।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ নুরুজ্জামান।

ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি’র (ডিআইআইটি) অধ্যক্ষ প্রফেসর ড. মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অ্যাপটি উপস্থাপন করেন অ্যাপের উদ্ভাবক মো. ইব্রাহিম মোল্লা। বক্তব্য দেন ডিআইআইটি’র কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান মো. ইমরান হোসেন, এমবিএ কোর্সের প্রধান মো. ওমর ফারুক ও বিবিএ কোর্সেও প্রধান লক্ষণ চন্দ্র রবি দাস। 

ইব্রাহিম মোল্লা তার তৈরি করা এই অ্যাপটি বাংলাদেশ সরকারকে সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করতে আগ্রহী।

অনুষ্ঠানে অ্যাপটির উদ্ভাবক মো. ইব্রাহিম মোল্লা জানান, এটি ব্যবহারকারীদের সঠিক মূল্য নিশ্চিত করতে সহায়ক এবং অতিরিক্ত দাম থেকে রক্ষা করবে। খাদ্যদ্রব্যের জেলাভিত্তিক সঠিক মূল্য তালিকা প্রদান ও কেন্দ্রীয় কর্তৃপক্ষ নির্ধারিত যোগাযোগ নম্বর দেখাবে। অর্থাৎ, যদি কোন দোকানদার অতিরিক্ত দাম দাবি করে, গ্রাহক সহজেই সংশ্লিষ্ট জেলা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারবেন। জেলাভিত্তিক খাদ্য মূল্যের তথ্য সংগ্রহ করা যাবে এ অ্যাপের মাধ্যমে।

Leave Your Comments