যমজ শিশুর নাম করোনা ও ভাইরাস

প্রকাশ: মঙ্গলবার, ২৯ মে, ২০১৮
Image টেকভয়েস২৪  ডেস্ক
news-banner
  ছবি: সংগৃহীত
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মেক্সিকোর জেনারেল লা ভিলায় সিটি হাসপাতালে ভর্তি হন আন্নামারিয়া জোসে রাফেল গোঞ্জালেস (৩৪) নামের এক অন্তঃসত্ত্বা।

গত ২৭ মার্চ তিনি হাসপাতালে জন্ম দেন যমজ সন্তানের। একজন ছেলে ও অন্যটি মেয়ে। যেহেতু তিনি করোনা আক্রান্ত হয়ে সন্তান জন্ম দিলেন তাই ছেলের নাম রাখলেন ‘ভাইরাস’ ও মেয়ের নাম রাখলেন ‘করোনা’।

তিউনিসিয়া নিউমেরিখের প্রতিবেদনে বলা হয়, মেক্সিকোর ওই নারী গর্ভবতী থাকা অবস্থায় করোনাভাইরাসে আক্রান্ত হন। তিনি করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। আর ২৭ মার্চ রাত ২টার সময় যমজ সন্তানের জন্ম দেন।

রাফেল গোঞ্জালেস জানান, হাসপাতালের একজন চিকিৎসক মজার ছলেই বলেন, তার একজন কারোনা জোসে মিগুয়েল গোঞ্জালেস নামের একটি মেয়ে ও ভাইরাস জোসে মিগুয়েল নামে ছেলে হয়েছে। যেহেতু আগে থেকে কোনো নাম ঠিক করে না রাখায় চিকিৎসকের দেয়া নাম পছন্দ হওয়ায় নামগুলো রাখেন তিনি। সূত্র: তিউনিসিয়া নিউমেরিখ

Leave Your Comments