জেলের ভেতর মাদক পাচারকালে বিড়াল আটক

প্রকাশ: শুক্রবার, ২৭ জুলাই, ২০১৮
Image টেকভয়েস২৪  ডেস্ক
news-banner
  ছবি: সংগৃহীত
মাদক পাচার করতে গিয়ে শ্রীলঙ্কায় ধরা পড়ে যায় একটি বিড়াল। তাকে রাখা হয় জেলের একটি বিশেষ সেলে। কিন্তু সেখান থেকেও সে পালিয়ে যায়। পুরো ঘটনাটি অদ্ভুত শুনতে লাগলেও এটাই সত্যি।

শ্রীলঙ্কার হাই সিকিউরিটি ওয়েলিকাডা জেলের এই ঘটনা সংবাদমাধ্যমে প্রকাশ পেয়েছে। সোমবার সে দেশের সংবাদমাধ্যম সূত্রে এই খবর জানা গেছে।

শনিবার জেল কর্তৃপক্ষ একটি বিড়ালকে ধরে। যার গলায় একটি ছোট্ট প্লাস্টিকের প্যাকেটে প্রায় দুই গ্রাম হেরোইন, দুটি সিমকার্ড ও একটি মেমরি কার্ড ছিল।

জেল কর্তৃপক্ষ বুঝতেই পারে, বিড়ালকে ব্যবহার করে জেলের ভিতর মাদক এবং অন্যান্য নিষিদ্ধ জিনিস পাচারের চেষ্টা চলছিল।

শনিবার বিড়ালটিকে ধরে জেলেরই একটি বিশেষ সেলে রাখা হয়। কিন্তু রবিবার দেখা যায় বিড়ালটি সেখানে নেই, পালিয়ে গেছে।

জেল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, শ্রীলঙ্কার এই কারাগারগুলোতে মাদক পাচারের পরিমাণ বেড়েই চলেছে। অনেক সময় পাঁচিলের ওপার থেকে জেলের মধ্যে মাদক বা অন্যান্য নিষিদ্ধ জিনিসপত্র ছুড়ে দেওয়া হয়। কখনও তা জেল কর্তৃপক্ষের নজরে পড়ে, আবার কখনও তা নজর এড়িয়ে বন্দিদের হাতে পৌঁছে যায়।

Leave Your Comments