কানাডার ইস্পাত-অ্যালুমিনিয়ামে শুল্ক বাড়াল ট্রাম্প, গুনতে হবে বেশি ৫০ শতাংশ

প্রকাশ: বুধবার, ১২ মার্চ, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪  ডেস্ক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার কানাডার সঙ্গে চলমান বাণিজ্যযুদ্ধকে আরো উসকে দিয়েছেন। তিনি ঘোষণা দিয়েছেন, কানাডা থেকে আমদানি করা স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক দ্বিগুণ বাড়িয়ে ৫০ শতাংশ করা হবে। এই নতুন শুল্ক বুধবার সকাল থেকে কার্যকর হবে।

ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে বলেছেন, তিনি তার বাণিজ্যমন্ত্রীকে পণ্যগুলোর ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের নির্দেশ দিয়েছেন। এটি আগামীকাল বুধবার স্থানীয় সময় সকাল থেকে কার্যকর হবে।

এর আগে কানাডার অন্টারিও প্রদেশ ঘোষণা দেয়, যদি ট্রাম্প তার শুল্ক বৃদ্ধির হুমকি প্রত্যাহার না করেন, তবে অন্টারিও থেকে যুক্তরাষ্ট্রে সরবরাহকৃত বিদ্যুতের ওপর ২৫ শতাংশ সারচার্জ বসানো হবে। এই বিদ্যুৎ নিউইয়র্ক, মিশিগান এবং মিনেসোটা রাজ্যের ১৫ লাখ বাড়িঘর এবং ব্যবসা প্রতিষ্ঠানে সরবরাহ করা হয়। ওই ঘোষণার পর মঙ্গলবার ট্রাম্পও শুল্ক বাড়ানোর ঘোষণা দিলেন।

ট্রাম্প আরোও অভিযোগ করেন, কানাডা দুগ্ধ ও অন্যান্য কৃষিপণ্য রক্ষা করতে কঠোর বাণিজ্য নীতি গ্রহণ করেছে। আগামী ২ এপ্রিল থেকে কার্যকর হতে যাওয়া আমদানিকৃত গাড়ির ওপর শুল্ক আরো ব্যাপক বৃদ্ধির করার হুঁশিয়ারি দেন তিনি।
image

আপনার মতামত দিন