প্রাইম ব্যাংক পিএলসি ও এডিসন রিয়েল এস্টেট লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। সম্প্রতি আবাসন কোম্পানিটির করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি চুক্তিবদ্ধ হয়।
প্রাইম ব্যাংক পিএলসি ও এডিসন রিয়েল এস্টেট লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। সম্প্রতি আবাসন কোম্পানিটির করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি চুক্তিবদ্ধ হয়।
এ সময় প্রাইম ব্যাংকের ডিএমডি মো. নাজিম এ চৌধুরী এবং এডিসন রিয়েল এস্টেটের চেয়ারম্যান ও সিইও মো. আমিনুর রশিদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে ব্যাংকের করপোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং প্রধান ও এসইভিপি সজিব রহমান এবং ইভিপি ও হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল অ্যাসেট জোয়ারদার তানভীর ফয়সাল উপস্থিত ছিলেন।
এছাড়া এডিসন রিয়েল এস্টেটের পক্ষে ছিলেন অতিরিক্ত পরিচালক (অপারেশনস) এসএম শাহিদুল করিম মুন্না, প্রডাক্ট মার্কেটিং বিভাগের পরিচালক আহমেদ পাশা এবং হেড অব ফাইন্যান্স এসএম ফয়সাল রেজা।