দুই প্যানেলে হচ্ছে আইএসপিএবি কার্যনির্বাহী কমিটির নির্বাচন, কারা আছেন কোন প্যানেলে

প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪ রিপোর্ট
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবি'র ২০২৫-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সাধারণ সদস্যদের মধ্যে ৯ পরিচালক পদে ১৪ জন এবং সহযোগী সদস্যদের মধ্যে ৪ পদে প্রর্থী হিসেবে আবেদন জমা দিয়েছেন ১০ জন। অর্থাৎ মোট ১৩ পদে এবার প্রার্থী হিসেবে আবেদন করেছেন ২৪ জন। অবশ্য প্রার্থীতা পত্র কিনেও জমা দেননি তিন জন।

আইএসপিএবি নির্বাচন বোর্ড সূত্রে জানা গেছে, যারা জমা দিয়েছেন প্রার্থমিক ভাবে সবাই বৈধ প্রার্থী। তবে আগামী ২৭ এপ্রিল পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহারের সুযোগ রয়েছে। এর পরই বলা যাবে চূড়ান্ত প্রর্থীদের নাম। সাধারণ সদস্যদের মধ্যে মোট ২৬৩ ভোটার এবং সহযোগী সদস্যদের মধ্যে ৫৯৯ জন ভোটার রয়েছেন।

জানাগেছে, সাধারণ সদস্য ক্যাটাগরিতে আবেদন জমা দেওয়ার পরেই হাকিম-নাজমুল প্যানেলে ৯ সদস্যের একটি পূর্ণাঙ্গ প্যানেল হয়েছে। এই প্যানেলের সদস্যরা হলেন- আম্বার আইটি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এম এ হাকিম; আইসিসি কমিউনিকেশন লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম সিদ্দিক; কে এস নেটওয়ার্ক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক নাজমুল করিম ভূঁইয়া; রেড ডাটা প্রাইভেট লিমিটেডের সিইও মইন উদ্দিন আহমেদ;  ওয়ানস্কাই কমিউনিকেশন লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক রাশেদুর রহমান রাজন; অন্তরঙ্গ ডট কম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান সুজন; সার্কেল নেটওয়ার্ক এর সিইও মাহবুব আলম রাজু; মাজেদা নেটওয়ার্কস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নিয়ামুল হক খান এবং  ইনভেনশন টেকনোলজিস্ট লিমিটেডের সিইও মোহাম্মদ মিঠু হাওলাদার।

সূত্রমতে, এই প্যানেলের প্রতি সমর্থন দিয়ে শেষ পর্যন্ত প্রার্থী হননি প্লাস নেট ইন এর নিয়াজ মোর্শেদ, ফাস্ট এন্ড ফাস্ট আইটির রাজিব শাহরিয়ার রুবেন্স এবং বিসিএল অনলাইনের এ এম কামাল উদ্দিন আহমেদ সেলিম।

এদিকে বাকি আবেদনকারী প্রার্থীদের মধ্যে রয়েছেন ব্রিক সিস্টেমের মো. শরিফুল ইসলাম, আলফা নেটওয়ার্ক এর ইরফান উদ্দিন, এডিএন টেলিকম লিমিটেডের আজারুল হক চৌধুরী, এক্সজর্ড এর সাব্বির আহমেদ এবং লিংক থ্রি টেকনোলজিস্ট লিমিটেডের মোহাম্মদ রেজাউল ইসলাম।

অপরদিকে সহযোগী সদস্যদের ৪ পদের বিপরীতে বৈধ প্রার্থী হিসেবে রয়েছেন-স্পিড টেক অনলাইনের মোহাম্মদ নাসির উদ্দিন; সিটি লিংক কমিউনিকেশনের তারিক হাসান তূর্য; প্যানডোরা টেকনোলজি’র  মো. ইমদাদুল হক; সবুজ বাংলা অনলাইনের  এস এম সাইফুল  ইসলাম সেলিম; ফিস্যা কমিউনিকেশনের ফুয়াদ মুহাম্মদ সরফুদ্দিন;  ওয়াইড কমিউনিকেশনের আনোয়ার আহমেদ; প্রগতি আইটির মো. শাহাজান; ডিজিটাল কমিউনিকেশনের মোহাম্মদ আলমগীর হোসাইন; এমএস জুবায়ের আইটি এক্সপার্টের এমডি জুবায়ের ইসলাম এবং তুহিন এন্টারপ্রাইজের রাইসুল ইসলাম তুহিন।

প্রসঙ্গত, আগামী ২৭ এপ্রিল ৫টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এর আগে বেলা ২টা পর্যন্ত প্রার্থীতা প্রতাহারের সুযোগ থাকবে।  আর  ১৭ মে রাজধানীর মিন্টু রোডে অবস্থিত শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। 

আপনার মতামত দিন