১০০% স্কলারশিপে দক্ষতা উন্নয়নের সুযোগ সংখ্যালঘু ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর যুবক-যুবতীদের

প্রকাশ: রবিবার, ২৪ অগাস্ট, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪ রিপোর্ট
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

সারা দেশের  ১৮ থেকে ৩০ বছর বয়সী অসহায়, সুবিধাবঞ্চিত, সংখ্যালঘু ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর যুবক-যুবতীদের ১০০% স্কলারশিপের মাধ্যমে সফট স্কিলস উন্নয়নের সুযোগ করে দিতে স্কিলস ডেভেলপমেন্ট সেন্টার (এসডিসি) এবং এসএনএডি ফাউন্ডেশন বাংলাদেশের মধ্যে সম্প্রতি একটি সমঝোতা স্মারক স্বাক্ষর স্বাক্ষরিত হয়েছে।

অনুষ্ঠানে এই অংশীদারিত্বের অংশ হিসেবে ‘এসএনএডি ফাউন্ডেশন স্কলারশিপ’ ঘোষণা করা হয়। আগ্রহীরা স্কিলস ডেভেলপমেন্ট সেন্টারের প্রফেশনাল কেয়ারগিভিং কোর্সে অংশগ্রহণ করে ১০০% স্কলারশিপের মাধ্যমে নিজেদের সফট স্কিলস উন্নয়নের সুযোগ পাবেন।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে স্কিলস ডেভেলপমেন্ট সেন্টারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিইও আকিফ হাসান, সিওও রন মাহিনুর, ডিরেক্টর আয়েশা বিনতে আশরাফ এবং প্রোডাক্ট অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ রাকিবুল ইসলাম। এসএনএডি ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ডিরেক্টর আরসালান জামান।

স্কিলস ডেভেলপমেন্ট সেন্টার (এসডিসি)-এর সিওও রন মাহিনুর বলেন, বর্তমানে অন্যতম চাহিদাসম্পন্ন পেশা কেয়ারগিভিংয়ে দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে জীবনযাত্রার মান উন্নয়ন করার লক্ষ্যে আমরা এসএনএডি ফাউন্ডেশন বাংলাদেশের সঙ্গে একটি সমঝোতা চুক্তি করেছি। এই চুক্তির আওতায় স্কিলস ডেভেলপমেন্ট সেন্টারের প্রফেশনাল কেয়ারগিভিং কোর্সে সারা দেশের  ১৮ থেকে ৩০ বছর বয়সী অসহায়, সুবিধাবঞ্চিত, সংখ্যালঘু ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর যুবক-যুবতী ভাই-বোনেরা ১০০% স্কলারশিপের মাধ্যমে তাদের সফট স্কিলস উন্নয়নের সুযোগ পাবেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের  একটা বড় সংখ্যক পিছিয়ে পড়া জনগোষ্ঠী রয়েছেন যারা সফট স্কিলস উন্নয়নের ইচ্ছে থাকা সত্ত্বেও শুধু টাকার অভাবে সে স্বপ্ন পূরণ করতে পারছেন না। আমরা এমন স্বপ্নবাজ ও উদ্যমী, অসহায়, সুবিধাবঞ্চিত, সংখ্যালঘু ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর যুবক-যুবতী ভাই-বোনকে কেয়ারগিভিং বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার জন্য একসঙ্গে কাজ করবো। এই প্রশিক্ষণে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে সফট স্কিল উন্নয়ন এবং ব্যবহারিক জ্ঞান অর্জনের ওপর। আমাদের বিশ্বাস, এই উদ্যোগের মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পেশাগত দক্ষতার ঘাটতি পূরণ হবে এবং কেয়ারগিভিং পেশাকে আরও পেশাদার ও কার্যকর করে তোলা সম্ভব হবে।

যারা উপরোক্ত ক্যাটাগরির অন্তর্ভুক্ত এবং কেয়ারগিভিংয়ে দক্ষ হয়ে ক্যারিয়ার গড়তে আগ্রহী, তারা ‘এসএনএডি ফাউন্ডেশন স্কলারশিপ’-এর জন্য সরাসরি স্কিলস ডেভেলপমেন্ট সেন্টারে এসে বা ফেসবুক পেজের মাধ্যমে যোগাযোগ করে আবেদন করতে পারবেন।

image

আপনার মতামত দিন