ঢাকা মহাধর্মপ্রদেশে ওয়াইসিএস (শিক্ষক) এনিমেটর গঠন প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশ: শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪  ডেস্ক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
 ঢাকা মহাধর্মপ্রদেশীয় যুব কমিশনের উদ্যোগে ওয়াইসিএস (শিক্ষক) এনিমেটর গঠন প্রশিক্ষণ কর্মশালা নাগরী, দোম আন্তনীয় পালকীয় সেবা কেন্দ্রে  ২৩-২৫ জানুয়ারি ২০২৫ অনুষ্ঠিত হয়।
 
“এসো ওয়াইসিএস আন্দোলন করি, আলোকিত মানুষ গড়ে তুলি” শীর্ষক এই কর্মশালায় ঢাকা মহাধর্মপ্রদেশের চারটি অঞ্চল এর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষক-শিক্ষিকা,সিস্টার ও ব্রাদারগণ অংশগ্রহণ করেন।

 কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা ও উদ্বোধনী খ্রীষ্টযাগ অর্পণ করেন পরম শ্রদ্ধেয় বিশপ সুব্রত বি গমেজ। তিনি তার সহভাগিতায় ওয়াইসিএস এর গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষক মণ্ডলীকে উৎসাহিত করেন যেন তারা গুরুত্বের সঙ্গে ওয়াইসিএস আন্দোলনকে প্রবাহমান করেন। এছাড়া ঢাকা মহাধর্মপ্রদেশের ছাত্র-ছাত্রীদের মধ্যে ওয়াইসিএস-এর কার্যক্রম চলমান রাখার জন্য কর্মশালায় ওয়াইসিএস সংক্রান্ত নানা বিষয় আলোচনা করা হয়।

এছাড়াও অঞ্চল ভিক্তিক  ছিলো দলীয় আলোচনা এবং অংশগ্রহণকারীরা গত এক বছরের কার্যক্রম বিদ্যালয়/ধর্মপল্লী বা ইউনিট ভেদে মূল্যায়ন করেন এবং ২০২৫ খ্রীষ্টাব্দের জন্য বিভিন্ন পরিকল্পনা প্রণয়ন করেন।

উল্লেখ্য অংশগ্রহণকারীরা তাদের আশাব্যক্ত করেন যে, এই বছর ওয়াইসিএস আন্দোলন আরো বেগবান হবে। তিন দিনের এই অনুষ্ঠানে আরো ছিল প্রার্থনা, পবিত্র ক্রুশের অর্চনা, পাপস্বীকার এবং পবিত্র খ্রীষ্টযাগ। এছাড়া এনিমেশন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।উক্ত এই কর্মশালায় প্রায় ৩০ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।

আপনার মতামত দিন