ফাদার লিংকন কস্তা
নবাই বটতলার সেন্ট যোসেফস্ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে পালিত হলো বিশ্ব শিক্ষক দিবস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি ফাদার স্বপন মার্টিন পিউরীফিকেশন, শিক্ষকমণ্ডলী, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। শনিবার (১১ অক্টোবর) এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীরা সভাপতি ও শিক্ষকমণ্ডলীকে তিলক-চন্দন ও ফুলের শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন। পরে সকল শ্রেণির ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যার মধ্যে গান, নৃত্য, নাটিকা ও আবৃত্তি পরিবেশন করা হয়।
স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সিস্টার কল্যাণী পালমা এস সি। এরপর যথাক্রমে শিক্ষার্থীদের পক্ষে থেকে এবং শিক্ষকমণ্ডলীর পক্ষে থেকে একজন শিক্ষক দিসবের তাৎপর্য ও অনুভূতি ব্যক্ত করেন।
সভাপতি ফাদার স্বপন মার্টিন পিউরীফিকেশন তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষকরা হলেন আলোকবর্তিকা, যারা আমাদের অন্তরকে আলোকিত করেন এবং সকল অন্ধকার দূরীভূত করে আমাদের আর্দশ মানুষ হিসাবে গড়ে তোলেন।”
তিনি উপস্থিত সকল শিক্ষকমণ্ডলীর প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা প্রদান করেন এবং শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেন তারা যেন সবর্দা শিক্ষকদের প্রতি সম্মান প্রদর্শন করেন। স্কুলের বর্তমান শিক্ষার্থীরা বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষকদের উপহার প্রদান করেন।