সামাজিকমাধ্যম রেডিট ইউরোপ, এশিয়া ও লাতিন আমেরিকার ৩৫টিরও বেশি নতুন অঞ্চলে মেশিন লার্নিং দ্বারা চালিত অনুবাদ সেবা সম্প্রসারণ করছে।
সাইটটিকে ইংরেজির বাইরে অন্য ভাষায় কথা বলা ব্যবহারকারীদের জন্য আরো সহজ করতে এ উদ্যোগ নিয়েছে কোম্পানিটি। পাঁচ মাস আগে ফরাসি ভাষাভাষী ব্যবহারকারীদের জন্য সাইটব্যাপী অনুবাদ চালু করে রেডিট। নতুন অনুবাদ সেবার মূল বৈশিষ্ট্য হলো এটি ব্যবহারকারীর পছন্দের ভাষায় পোস্ট ও মন্তব্যের স্বয়ংক্রিয় অনুবাদের সুবিধা দেয়। সূত্র: টেকক্রাঞ্চ