চীনে রোবট প্রযুক্তির নতুন যুগের সূচনা হলো উহানে, যেখানে চালু হয়েছে দেশটির প্রথম হিউম্যানয়েড রোবট স্টোর “7S Store”। চলতি সপ্তাহে উদ্বোধনের পর থেকেই স্টোরটি ব্যাপক মানুষের দৃষ্টি কেড়েছে, বিশেষ করে প্রযুক্তিপ্রেমীদের।
স্টোরটি উহানের ইস্ট লেক হাই-টেক ডেভেলপমেন্ট জোনের অপটিকস ভ্যালি এলাকায় অবস্থিত। ভেতরে ঢুকলেই চোখে পড়বে নানা ধরনের উন্নত রোবট। কিছু রোবট মানুষের মতো দু’পায়ে ভর করে হেঁটে যেতে পারে। কেউ আবার বক্সিং ও মার্শাল আর্টের নড়াচড়া নিখুঁতভাবে অনুকরণ করতে পারে। এমনকি কুকুরের মতো চার পায়ে চলা রোবটও রয়েছে, যেগুলো দেখতে ভবিষ্যতের প্রযুক্তি সিনেমার দৃশ্যকে যেন বাস্তবে এনে দিয়েছে।
রোবটগুলোর দামও বিভিন্ন রকম। সবচেয়ে কম দামের রোবটটি কিনতে লাগবে ৭ হাজার ৯৯৯ ইউয়ান, আর উন্নত ও ক্ষমতাসম্পন্ন মডেলগুলোর দাম উঠে যায় ৮ লাখ ইউয়ান পর্যন্ত। মার্কিন ডলারে হিসেব করলে প্রায় ১,১২৫ থেকে ১,১২,৪৭৪ ডলার।
তবে 7S Store শুধু একটি রোবট বিক্রয় কেন্দ্রই নয়, এখানে রয়েছে রোবটের যন্ত্রাংশ কেনার ব্যবস্থা, টেকনিক্যাল সাপোর্ট, এমনকি প্রশিক্ষণ ক্লাসের ব্যবস্থাও। ফলে রোবট কিনতে আগ্রহীরা বা রোবট প্রযুক্তি শেখার শিক্ষার্থীরা এক জায়গাতেই সব সেবা পেয়ে যাচ্ছে।
চীনে দ্রুত বাড়তে থাকা রোবট শিল্পের মধ্যে উহানের এই উদ্যোগ নিঃসন্দেহে এক নতুন দিগন্ত খুলে দিয়েছে। সূত্র: চীনা ডৈইলি ও গিজচায়না