কাজের জায়গায় বা শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিদিনই অসংখ্য তথ্যের সঙ্গে আমাদের সম্পর্ক। কখনো মিটিংয়ের নোট দরকার, কখনো পুরোনো ইমেইলের তথ্য, আবার কখনো কোনো সহকর্মীর সঙ্গে হওয়া কথোপকথনের রেফারেন্স। এসব খুঁজে বের করা সময়সাপেক্ষ ও ঝামেলাপূর্ণ কাজ।
এবার সেই ঝামেলাকে দূর করতে ওপেনএআই নিয়ে এসেছে এক নতুন ফিচার ‘কোম্পানি নলেজ’ (Company Knowledge)। এটি এমন একটি সুবিধা, যা ব্যবহারকারীদের আলাদা কোনো সফটওয়্যার বা অ্যাপে না গিয়েই কর্মক্ষেত্রের গুরুত্বপূর্ণ তথ্য খুঁজে পেতে সহায়তা করবে।
নতুন প্রজন্মের অনুসন্ধান সহকারী
‘কোম্পানি নলেজ’ মূলত ওপেনএআই-এর সর্বশেষ মডেল জিপিটি-৫ (GPT-5)–এর ওপর ভিত্তি করে তৈরি। ফিচারটি এখন ব্যবসা, এন্টারপ্রাইজ ও শিক্ষা সংস্করণের ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত।
এই ফিচারের সবচেয়ে বড় সুবিধা হলো, এটি সরাসরি জনপ্রিয় টুল যেমন Slack, SharePoint, Google Drive, ও GitHub-এর সঙ্গে সংযুক্ত থাকতে পারে। ফলে চ্যাটজিপিটি একসঙ্গে একাধিক উৎস থেকে তথ্য অনুসন্ধান করে, এবং আগের চেয়ে অনেক বেশি নির্ভুল ও প্রাসঙ্গিক উত্তর দিতে সক্ষম।
কীভাবে কাজ করে ‘কোম্পানি নলেজ’
ওপেনএআই জানিয়েছে, এই ফিচারের উদ্দেশ্য হলো চ্যাটজিপিটিকে এমন এক “কথোপকথনভিত্তিক অনুসন্ধান সহকারী” বানানো, যা অফিস বা প্রতিষ্ঠানের ভেতরের যেকোনো তথ্য এক জায়গা থেকে সহজে পাওয়া যায়।
উদাহরণ হিসেবে ধরা যাক কোনো গ্রাহকের সঙ্গে বৈঠকের আগে ব্যবহারকারী যদি জানতে চান আগের আলোচনায় কী কী বিষয় উঠেছিল, চ্যাটজিপিটি তখন স্ল্যাক বার্তা, গুগল ড্রাইভে থাকা নোট, ই-মেইল বিনিময়, এমনকি ইন্টারকমের সাপোর্ট টিকিট থেকেও তথ্য সংগ্রহ করে একটি পূর্ণাঙ্গ ব্রিফিং তৈরি করতে পারবে।
তথ্য যাচাই ও উৎস উল্লেখ
‘কোম্পানি নলেজ’ শুধু তথ্য খুঁজে দেয় না, বরং প্রতিটি উত্তরের সঙ্গে তথ্যের উৎসও উল্লেখ করে। এর ফলে ব্যবহারকারীরা সহজেই যাচাই করতে পারেন কোন তথ্য কোথা থেকে এসেছে। এই ফিচারটি অস্পষ্ট বা জটিল প্রশ্নের উত্তর দিতেও সক্ষম। যখন কোনো প্রশ্ন সরাসরি উত্তরযোগ্য নয়, তখন চ্যাটজিপিটি বিভিন্ন উৎস থেকে প্রাসঙ্গিক তথ্য সংগ্রহ করে যাচাই করে যুক্তিসংগত উত্তর দেয়।
এমনকি এতে রয়েছে তারিখভিত্তিক অনুসন্ধানের সুবিধাও, যা সময় অনুযায়ী নির্দিষ্ট তথ্য খুঁজে পেতে সাহায্য করে।
তথ্য বিশ্লেষণের নতুন ধাপ
ওপেনএআই-এর দাবি, ‘কোম্পানি নলেজ’ শুধু অনুসন্ধানই করে না-তথ্য বিশ্লেষণ করেও উপস্থাপন করতে পারে। অর্থাৎ ব্যবহারকারী কোনো প্রশ্ন করলে, উত্তর তৈরি হওয়ার সময়েই চ্যাটজিপিটি প্রয়োজনীয় ডেটা বিশ্লেষণ করে সংক্ষিপ্ত, প্রাসঙ্গিক ফলাফল দেয়।
তবে ব্যবহার শুরু করার আগে ব্যবহারকারীকে এই ফিচারটি সক্রিয় (Enable) করতে হবে। সুবিধাটি চালু থাকলে চ্যাটজিপিটি ওয়েব অনুসন্ধান বা চার্ট ও ছবি তৈরির কাজ করতে পারবে না।
সংযুক্ত অ্যাপ থেকেও কাজ করবে
যদিও ‘কোম্পানি নলেজ’ বন্ধ থাকলে এই উন্নত ফিচারটি পুরোপুরি কাজ করবে না, তবুও চ্যাটজিপিটি তখনও সংযুক্ত অ্যাপগুলোর তথ্য ব্যবহার করে সাধারণ উত্তর দিতে পারবে। তবে সেক্ষেত্রে উত্তরগুলো কম বিস্তারিত ও উদ্ধৃতিহীন হবে।
ওপেনএআই জানিয়েছে, আগামী মাসগুলোতে এই সুবিধাটি চ্যাটজিপিটির অন্যান্য টুল ও ফিচারের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার মতোভাবে উন্নত করা হবে।
প্রতিযোগিতায় আরও এক ধাপ এগিয়ে ওপেনএআই
উল্লেখযোগ্য বিষয় হলো, প্রযুক্তিপ্রতিষ্ঠান Anthropic এই মাসের শুরুতে তাদের Claude AI–এর জন্য ‘Skills’ নামে প্রায় একই ধরনের একটি ফিচার চালু করেছে। তবে ওপেনএআইয়ের নতুন ফিচারটি সেই ধারণার আরও উন্নত ও বিস্তৃত রূপ, যা চলতি বছরের জুন মাসে বেটা সংস্করণ হিসেবে পরীক্ষামূলকভাবে চালু হয়েছিল। এখন সেটি আরও পরিপূর্ণ ও কার্যকরভাবে ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে।
চ্যাটজিপিটির ‘কোম্পানি নলেজ’ কেবল একটি নতুন ফিচার নয়-এটি অফিসের তথ্য ব্যবস্থাপনা ও সহযোগিতার ধরণটাই বদলে দিতে পারে। কাজের গতি বাড়ানো, তথ্য খোঁজার সময় কমানো এবং নির্ভুল সিদ্ধান্ত নেওয়ার জন্য এটি হতে পারে একটি বিপ্লবাত্মক সহকারী। সূত্র: দ্য ভার্জ, ভেঞ্চারবিট, টেকরাডার।