ব্যবহারকারীর সুবিধা বাড়াতে চ্যাটজিপিটি এখন নিয়ে আসছে গ্রুপ চ্যাট ফিচার। ফ্রি থেকে শুরু করে গো, প্লাস ও প্রো সব প্ল্যানের গ্রাহকরাই পাবেন এই সুবিধা। সম্প্রতি একটি ঘোষণার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ওপেনএআই।
গত সপ্তাহে জাপান ও নিউজিল্যান্ডসহ কয়েকটি নির্দিষ্ট অঞ্চলে ফিচারটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়। এবার এটি সবার জন্য উন্মুক্ত করা হলো। নতুন এ ফিচারের মাধ্যমে একাধিক ব্যবহারকারী একই আলোচনায় একসঙ্গে যোগ দিতে পারবেন। সেই আলোচনায় চ্যাটজিপিটিও যুক্ত হয়ে সহযোগিতা করবে।
ওপেনএআই জানায়, এ উদ্যোগের ফলে চ্যাটজিপিটি একক সহকারীর পরিবর্তের একটি সামাজিক ও সহযোগিতামূলক প্লাটফর্মে রূপান্তরিত হবে। যেখানে বন্ধু, পরিবার বা সহকর্মীরা একসঙ্গে পরিকল্পনা, সৃজনশীল কাজ ও সিদ্ধান্ত নিতে পারবেন।
গ্রুপ চ্যাট ব্যবহার করে মানুষ যৌথভাবে কোনো ডকুমেন্ট লেখা, ভ্রমণের পরিকল্পনা কিংবা গবেষণার বিষয়গুলো একসঙ্গে বিশ্লেষণ করতে পারবেন। চ্যাটজিপিটি এক্ষেত্রে অনুসন্ধান, সারাংশ তৈরি ও বিকল্প প্রস্তাবের তুলনা করার মতো কাজে সাহায্য করবে।
আমন্ত্রণ গ্রহণের মাধ্যমে একটি গ্রুপ চ্যাটে সর্বোচ্চ ২০ জন অংশ নিতে পারবেন। এক্ষেত্রে প্রতিটি ব্যবহারকারীর ব্যক্তিগত সেটিংস ও মেমোরি সম্পূর্ণ ব্যক্তিগত থাকবে বলে নিশ্চিত করেছে ওপেনএআই।
গ্রুপ চ্যাট তৈরি করতে ব্যবহারকারীদের ‘পিপল’ আইকনে ট্যাপ করে অংশগ্রহণকারী যোগ করতে হবে। অথবা সরাসরি লিংক শেয়ার করেও গ্রুপ চ্যাটে সদস্য যোগ করা যাবে। এ সময় প্রত্যেককে তাদের নাম, ইউজারনেম ও ছবি যুক্ত করে একটি সংক্ষিপ্ত প্রোফাইল সেট করতে বলা হবে। বিদ্যমান কোনো চ্যাটে নতুন কাউকে যুক্ত করলে মূল কথোপকথন অপরিবর্তিত রেখে স্বয়ংক্রিয়ভাবে নতুন আলাপ তৈরি করবে চ্যাটজিপিটি।
ওপেনএআই জানায়, গ্রুপ আলোচনায় চ্যাটজিপিটি বুঝে নেবে কখন কথা বলা উচিত আর কখন নীরব থাকা উচিত। এ সময় চ্যাটজিপিটির সহায়তা পেতে তাকে ট্যাগ করতে হবে। সূত্র: ইন্ডিয়া টুডে ও টেকক্রাঞ্চ।