‘গ্রোক স্টুডিও’ চালু করল এক্সএআই, মিলছে কোড সম্পাদনার সুবিধাও

প্রকাশ: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪  ডেস্ক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
ইলন মাস্কের মালিকানাধীন এআই কোম্পানি এক্সএআই এবার গ্রোক চ্যাটবটকে আরও কার্যকর ও শক্তিশালী করে তুলছে। সম্প্রতি তারা চালু করেছে ‘গ্রোক স্টুডিও’-যার মাধ্যমে ব্যবহারকারীরা গুগল ড্রাইভে সংরক্ষিত ফাইল, নথি ও ছবি সরাসরি গ্রোকে ব্যবহার করতে পারবেন, এমনকি কোড লিখে ও সম্পাদনা করেও তা এক্সিকিউট করতে পারবেন।

এই নতুন সুবিধা গ্রোক চ্যাটবটকে শুধু একটি প্রশ্ন-উত্তর বট নয়, বরং পূর্ণাঙ্গ ডিজিটাল সহকারীতে রূপ দিচ্ছে।
 
গ্রোক স্টুডিও কী?

গ্রোক স্টুডিও হলো একটি নতুন ইন্টারফেস বা উইন্ডোভিত্তিক প্ল্যাটফর্ম, যেখানে ব্যবহারকারী এবং গ্রোক একসঙ্গে কাজ করতে পারে—স্প্লিট স্ক্রিনের মাধ্যমে। একদিকে ব্যবহারকারী নিজের ইনপুট দিচ্ছেন, অন্যদিকে গ্রোক রিয়েল-টাইমে সাড়া দিচ্ছে।

 আপনি যদি ড্রাইভে রাখা কোনো রিপোর্ট, প্রেজেন্টেশন বা কোড নিয়ে কাজ করতে চান-গ্রোক এখন সরাসরি সেগুলো পড়তে পারবে, বিশ্লেষণ করতে পারবে, এমনকি প্রয়োজনে নতুনভাবে সাজিয়েও দিতে পারবে।

কোড লেখা ও এক্সিকিউশনও এখন গ্রোকেই

গ্রোক স্টুডিওর মাধ্যমে আপনি শুধু ডেটা বিশ্লেষণই নয়, সরাসরি কোড লিখে রান করাতে পারবেন।
ওয়েব অ্যাপ্লিকেশন, গেম, অথবা ডেটা ভিজ্যুয়ালাইজেশন-সবই সম্ভব এক জায়গা থেকেই।

গুগল ড্রাইভ ইন্টিগ্রেশন-ডেটা কাজে লাগান, কপি-পেস্ট নয়

আগে যেটা করতে হতো কপি-পেস্ট করে, এখন সেটা হবে সরাসরি ড্রাইভ থেকে।

   >> স্প্রেডশিট বিশ্লেষণ

  >>রিপোর্ট জেনারেশন

ছবি নিয়ে ইনসাইট

      >> সব কিছুই হবে গ্রোকের সাহায্যে, আপনার ড্রাইভ থেকেই।

 গ্রোক কি এখন চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী?
যদিও চ্যাটজিপিটি এখনো বাজারের সবচেয়ে জনপ্রিয় এআই চ্যাটবট, তবে গ্রোক নিজস্ব পথেই এগোচ্ছে।
ইন্টারনেট ব্রাউজিং, টুইটার (বর্তমানে এক্স) ইনটিগ্রেশন, এবং এখন গুগল ড্রাইভ ও কোড এক্সিকিউশন-সব মিলিয়ে গ্রোক দ্রুতই এক পূর্ণাঙ্গ AI সহকারী হয়ে উঠছে।

ইলন মাস্কের এক্সএআই এবার দেখিয়ে দিল, তারা শুধু ধারা অনুসরণ করছে না বরং ধারা তৈরি করছে। গ্রোক স্টুডিওর মাধ্যমে গ্রোক এখন অফিসিয়াল ও প্রফেশনাল কাজের ক্ষেত্রেও ব্যবহারযোগ্য হয়ে উঠছে। গুগল ড্রাইভ থেকে সরাসরি কাজ করা, কোড এক্সিকিউশন-সবকিছুই বলছে, আমরা হয়তো আরেকটি এআই বিপ্লবের দ্বারপ্রান্তে আছি। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আপনার মতামত দিন