নতুন শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হওয়ার আহ্বান

প্রকাশ: মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png নিজস্ব প্রতিবেদক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

১০ খণ্ডে ছোটদের বিজ্ঞান সিরিজ প্রকাশ করেছে দ্য ম্যাসেজ পাবলিকেসন্স। ৩০ জুলাই (সোমবার) রাতে  রাজধানীর মগবাজারস্থ আল ফালাহ মিলনায়তনে বইগুলোর মোড়ক উন্মোচন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। 

দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. আব্দুর রব।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মোহাম্মদ রেজাউল করিম। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর আমীর আব্দুর রহমান মূসা, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারি সেক্রেটারি মাহফুজুর রহমান, নাজিম উদ্দীন মোল্লা ও ডা. ফখরুদ্দীন মানিক প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ‘আগামীর বিশ্ব হবে বিজ্ঞান-প্রযুক্তিনির্ভর বিশ্ব’ উল্লেখ করে  নতুন প্রজন্মকে নৈতিক ও ধর্মীয় শিক্ষার পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তি চর্চার মাধ্যমে বৈশ্বিক প্রতিযোগিতায় দেশ ও জাতিকে সামনের দিকে এগিয়ে নিতে আত্মনিযোগ করার আহ্বান জানান মাওলানা আব্দুল হালিম। 

তিনি নতুন শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হওয়ার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর ড. আব্দুর রব বলেন, অতীতে মুসলমানই জ্ঞান-বিজ্ঞান, শিক্ষা-সাহিত্য, সংস্কৃতিতে অগ্রগামী ছিলেন। মুসলমানদের জ্ঞান চর্চার পরিসর গোটা বিশ্বেই ছড়িয়ে পড়েছিলো। তারা পুরো ইউরোপকে আলোকিত করতে সক্ষম হয়েছিলেন। নানাবিধ কারণে মুসলমানরা কিছুটা পিছিয়ে পড়লেও আগামীর পৃথিবী হবে ইসলামের পৃথিবী এবং মানবতার পৃথিবী। তিনি নতুন প্রজন্মকে বিজ্ঞান শিক্ষায় উদ্বুদ্ধ বিজ্ঞান গবেষণায় আত্মনিয়োগ করতে বিজ্ঞানীদের প্রতি আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ১০ খণ্ডে ছোটদের বিজ্ঞান সিরিজ প্রকাশ দ্য ম্যাসেজ পাবলিকেসন্স একটি মূল্যবান ও প্রশংসনীয় কাজ করেছে। মূলত, একবিংশ শতাব্দীর বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের শিশু-কিশোদের বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে। কারণ, বর্তমান বিশ্ব প্রযুক্তি নির্ভর বিশ্ব। তাই দেশ ও জাতিকে বিজ্ঞান ও প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ করতে হলে এ বিষয়ে মানসম্মত ও কার্যকর গবেষণা দরকার। তিনি নৈতিক মূল্যবোধভিত্তিক প্রযুক্তি নির্ভর নতুন বাংলাদেশ গড়তে দেশের বিজ্ঞানীদের কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।

image

আপনার মতামত দিন