জলবায়ু সচেতন কাতার: এসির বিকল্প ‘ডিস্ট্রিক্ট কুলিং’ প্রযুক্তির দিকে যাত্রা

প্রকাশ: মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪  ডেস্ক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

গরমের তীব্রতা থেকে মুক্তি পেতে আমাদের ভরসা এসি বা এয়ার কন্ডিশনার। তবে এই আরামদায়ক যন্ত্রটি একদিকে যেমন বিপুল পরিমাণ বিদ্যুৎ খরচ করে, অন্যদিকে তেমনি বৈশ্বিক উষ্ণায়নে ভূমিকা রাখে। পৃথিবীর অনেক দেশেই এমন চক্রবদ্ধ পরিস্থিতি চলছে-যেখানে আমরা ঘর ঠান্ডা করতে গিয়ে পরিবেশ আরও গরম করে তুলছি।

এই সংকট থেকে বেরিয়ে আসার পথ খুঁজছে অনেক উন্নত দেশ। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় তারা এখন পরিবেশবান্ধব ও টেকসই সমাধানের দিকে ঝুঁকছে। তারই এক বাস্তব উদাহরণ মধ্যপ্রাচ্যের দেশ কাতার। দেশটি এখন দ্রুত এগোচ্ছে অত্যাধুনিক ডিস্ট্রিক্ট কুলিং প্রযুক্তির দিকে।

ডিস্ট্রিক্ট কুলিং কী এবং কেন এটি গুরুত্বপূর্ণ?
ডিস্ট্রিক্ট কুলিং হলো একটি কেন্দ্রীয় শীতলীকরণ ব্যবস্থা, যা শহরের বিভিন্ন ভবনে ঠান্ডা পানি সরবরাহ করে ঘর ঠান্ডা রাখে। এটি প্রচলিত এসির চেয়ে প্রায় ৪০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করে, ফলে কার্বন নিঃসরণ কমে এবং প্রাকৃতিক গ্যাসের ব্যবহারও হ্রাস পায়।

ডিস্ট্রিক্ট কুলিং প্রযুক্তি শুধু বিদ্যুৎ নয়, পানি সাশ্রয়ের দিক থেকেও গুরুত্বপূর্ণ। কাতারে এই ব্যবস্থায় সুপেয় পানির বদলে পরিশোধিত বর্জ্য পানি ব্যবহার করা হয়, যা পানির অপচয় রোধে কার্যকর।

কাতারে এই প্রযুক্তির বাস্তব প্রয়োগ
কাতারে বর্তমানে প্রায় ১২ লাখ টন রেফ্রিজারেশন ক্ষমতার ডিস্ট্রিক্ট কুলিং চালু রয়েছে, যা দেশের মোট শীতলীকরণ ব্যবস্থার প্রায় ১৯ শতাংশ। কাতারের বিদ্যুৎ ও পানি কর্তৃপক্ষ (কাহরামা) জানিয়েছে, ২০৩০ সালের মধ্যে এই হার ২৪ শতাংশে পৌঁছানোর লক্ষ্য রয়েছে।

শহরের বিভিন্ন বাড়িতে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ঠান্ডা পানি পৌঁছে দেয় ডিস্ট্রিক্ট কুলিং সিস্টেম। এই ব্যবস্থাপনার মূল দায়িত্বে রয়েছে ‘কাতার কুল’ নামের একটি প্রতিষ্ঠান, যা ২০০৩ সাল থেকে এ প্রযুক্তির অগ্রদূত হিসেবে কাজ করে যাচ্ছে।

২০২২ সালে দেশটিতে ৩৩টি ডিস্ট্রিক্ট কুলিং প্ল্যান্ট পরিশোধিত পানি ব্যবহার করেছে। এর ফলে প্রায় ১৩.৫ মিলিয়ন ঘনমিটার সুপেয় পানি সাশ্রয় হয়েছে, যার বাজারমূল্য ১২৯ মিলিয়ন কাতারি রিয়াল। পাশাপাশি বিদ্যুৎ ও গ্যাস সাশ্রয়ে আরও ৪৪২ মিলিয়ন রিয়াল বাঁচিয়েছে দেশটি।

যেসব এলাকায় এই প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে
ডিস্ট্রিক্ট কুলিং এখন কাতারের গুরুত্বপূর্ণ আবাসিক ও বাণিজ্যিক এলাকায় ব্যবহৃত হচ্ছে। যেমন-

>> লুসেইল সিটি

>> দ্য পার্ল কাতার

>> হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর

এই প্রযুক্তি শুধু ভবিষ্যতের নয়, বর্তমান সময়েও কাতারের জন্য পরিবেশবান্ধব ও অর্থনৈতিকভাবে লাভজনক এক সমাধান হিসেবে কাজ করছে।

টেকসই ভবিষ্যতের পথে কাতার
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রযুক্তিনির্ভর, দায়িত্বশীল ও পরিবেশবান্ধব সমাধান এখন সময়ের দাবি। কাতারের মতো একটি মরুপ্রধান দেশ যদি কার্যকরভাবে ডিস্ট্রিক্ট কুলিংয়ের মতো ব্যবস্থা বাস্তবায়ন করতে পারে, তবে এটি অন্যান্য দেশগুলোর জন্যও এক অনুপ্রেরণার উৎস হতে পারে। সূত্র: কাতার কুল

image

আপনার মতামত দিন