কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাবে মানুষের প্রয়োজনীয়তা কি একেবারে ফুরিয়ে যাবে?

প্রকাশ: বুধবার, ০২ এপ্রিল, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪  ডেস্ক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
এক সময় মানুষ ভাবতো, মেশিন শুধু গাণিতিক হিসাব-নিকাশেই দক্ষ। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই ধারণা বদলেছে। মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস মনে করেন, কৃত্রিম বুদ্ধিমত্তা এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে এটি মানুষের অনেক কাজ দখল করে নিচ্ছে।

২০২২ সালে চ্যাটজিপিটি আসার পর থেকে এআই যেন নতুন এক বিপ্লব এনেছে। মানুষ এখন দৈনন্দিন কাজে গুগলের জেমিনি, মাইক্রোসফটের কোপাইলট, এমনকি ডিপসিকের মতো চ্যাটবট ব্যবহার করছে। প্রযুক্তির এই অগ্রযাত্রায় সুবিধার পাশাপাশি একটি আশঙ্কাও রয়েছে-এআই শক্তিশালী হতে থাকলে অনেক মানুষ তাদের চাকরি হারাতে পারেন। সময়ের সঙ্গে সঙ্গে হয়তো আমাদের কাজের ধরনই বদলে যাবে, কিন্তু মানুষের প্রয়োজনীয়তা কি একেবারে ফুরিয়ে যাবে?  

বুধবার (২ এপ্রিল)  ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস ভবিষ্যদ্বাণী করেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রায় সব কাজে মানুষের জায়গা দখলে নেবে। এখন বিশ্বজুড়ে প্রায় প্রতিষ্ঠানই এআই প্রযুক্তি নিজেদের কাজে ব্যবহার করছে। এআইয়ের সঙ্গে পাল্লা দিয়ে সামনের সময়ে বেশ কয়েকটি পেশায় পরিবর্তন আসবে না বলে জানিয়েছেন বিল গেটস।

এআই প্রযুক্তির অগ্রগতির ফলে কর্মসংস্থানের ভবিষ্যৎ নিয়ে প্রযুক্তিবিদদের মধ্যে নানা মত রয়েছে। এনভিডিয়ার জেনসেন হুয়াং, ওপেনএআইয়ের স্যাম অল্টম্যান ও সেলসফোর্সের সিইও মার্ক বেনিওফের মতো ব্যক্তিরা মনে করেন, কোডারদের চাকরি সবার আগে হুমকির মুখে পড়বে। তবে বিল গেটস এই বিষয়ে ভিন্ন মত পোষণ করেন। তিনি মনে করেন, এআই অনেক কিছু পরিবর্তন করলেও মানুষের ভূমিকা অপরিহার্য থাকবে।

বিশেষ করে, জীববিজ্ঞান ও চিকিৎসা গবেষণার ক্ষেত্রে এআই শুধু সহায়ক ভূমিকা পালন করবে, সরাসরি বিজ্ঞানীদের জায়গা দখল করতে পারবে না। রোগনির্ণয় ও ডিএনএ বিশ্লেষণের মতো কাজে এআই ব্যবহৃত হলেও, বৈজ্ঞানিক আবিষ্কারের জন্য যে সৃজনশীলতা প্রয়োজন, তা কৃত্রিম বুদ্ধিমত্তার নেই। একইভাবে, জ্বালানি গবেষণার মতো ক্ষেত্রও সম্পূর্ণ স্বয়ংক্রিয় করার জন্য এখনো অনেক চ্যালেঞ্জ রয়েছে।

তবে প্রযুক্তির গতিধারা বলছে, জেনারেটিভ এআই প্রতিনিয়ত আরও শক্তিশালী হয়ে উঠছে। বিশেষজ্ঞরা এআইয়ের এই দ্রুত বিকাশ সম্পর্কে সতর্ক করছেন, কারণ এটি মানুষের কাজের ধরন বদলে দিতে পারে। এমনকি কিছু ক্ষেত্রে এআই মানুষের চিন্তার দক্ষতাকেও অতিক্রম করতে পারে, যা ভবিষ্যতের কর্মসংস্থান ও সমাজ কাঠামোর ওপর গভীর প্রভাব ফেলতে পারে।সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

আপনার মতামত দিন