অ্যাপলের ফেসটাইমে ‘নগ্নতা শনাক্তকরণ’ ফিচার

প্রকাশ: বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪  ডেস্ক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

অ্যাপলের আসন্ন আইওএস ২৬ আপডেট ইতিমধ্যেই প্রযুক্তিপ্রেমীদের মাঝে ব্যাপক আগ্রহের জন্ম দিয়েছে। নতুন লিকুইড গ্লাস ডিজাইন এবং আইফোন ইকোসিস্টেমে নানা পরিবর্তনের পাশাপাশি এবার ফেসটাইমে যুক্ত হচ্ছে একটি ব্যতিক্রমী নিরাপত্তা ফিচার-ভিডিও কলে স্বয়ংক্রিয় নগ্নতা শনাক্তকরণ।

ফেসটাইমে ‘সংবেদনশীল দৃশ্য’ শনাক্ত হলেই থেমে যাবে কল
প্রযুক্তি-বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট নাইনটুফাইভম্যাকের প্রতিবেদন অনুযায়ী, আইওএস ২৬-এর বেটা সংস্করণে এমন একটি ফিচার যুক্ত করা হয়েছে, যা ফেসটাইম ভিডিও কলে ক্যামেরার সামনে নগ্নতা শনাক্ত করলেই ভিডিও ও অডিও উভয়ই স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেয়। তখন স্ক্রিনে একটি সতর্কবার্তা দেখানো হয়- “আপনাকে সম্ভবত স্পর্শকাতর কিছু দেখানো হচ্ছে, তাই অডিও ও ভিডিও বন্ধ রাখা হয়েছে। আপনি অস্বস্তিবোধ করলে কলটি কেটে দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।” যদি ব্যবহারকারী কলটি কেটে দেন, তবে চাইলে আবার নতুন করে কল করতে পারবেন।

কার জন্য প্রযোজ্য?
প্রথমে ধারণা করা হয়েছিল, এই ফিচারটি কেবলমাত্র শিশু-কিশোর ব্যবহারকারী বা ফ্যামিলি শেয়ারিং অ্যাকাউন্টের জন্য চালু থাকবে। কিন্তু বর্তমান বেটা সংস্করণে দেখা যাচ্ছে, সব ধরনের অ্যাকাউন্টেই ফিচারটি সক্রিয় রয়েছে। ফলে যে কেউই এই অটোমেটেড সতর্কতা পেতে পারেন।

অ্যাপলের গোপনীয়তা ও ডিজিটাল নিরাপত্তা উদ্যোগ
অ্যাপল ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে, নতুন আপডেটে পারিবারিক নিরাপত্তা ও কমিউনিকেশন সেফটি ফিচার আরও শক্তিশালী হচ্ছে। এর আগেও তারা ফটোস অ্যাপে শেয়ারড অ্যালবামে স্পর্শকাতর ছবি থাকলে তা স্বয়ংক্রিয়ভাবে ব্লার করার ব্যবস্থা এনেছিল।

নতুন ফেসটাইম ফিচারটি অ্যাপলের ডিজিটাল ওয়েলবিয়িং এবং গোপনীয়তা রক্ষার প্রতিশ্রুতির অংশ। তবে আইওএস ২৬-এর চূড়ান্ত সংস্করণে এই ফিচার সবার জন্য চালু থাকবে কি না-সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

আইওএস ২৬-এর এই নগ্নতা শনাক্তকরণ ফিচার প্রযুক্তিগতভাবে যেমন অভিনব, ব্যবহারকারীদের গোপনীয়তা সুরক্ষার দিক থেকেও তেমনি গুরুত্বপূর্ণ। তবে এটি কীভাবে কাজ করে, কতটা নির্ভুল এবং ব্যবহারকারীর অভিজ্ঞতায় কতটা প্রভাব ফেলে-তা সময়ই বলে দেবে।

এ বছরের শেষ দিকে নতুন আইফোন উন্মোচনের সময় আইওএস ২৬-এর পূর্ণাঙ্গ ফিচারসহ এই প্রযুক্তি নিয়ে অ্যাপল বিস্তারিত জানাতে পারে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: নাইনটুফাইভম্যাক

image

আপনার মতামত দিন