তুরস্কের ইজমিরে অনুষ্ঠিত হলো ২১তম বিশ্বের অন্যতম সম্মানজনক রোবটিকস প্রতিযোগিতা ‘ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড ২০২৪’। এবারের আসরে বাজিমাত করেছে মালোয়েশিয়া। পুরস্কার প্রাপ্তির দিক দিয়ে এর পরের অবস্থানে ছিলো আজারবাইজান। ২টি সম্মাননা জিতেছে প্রতিবেশী দেশ ভারতও।
বাংলাদেশ থেকে অংশ নিয়েছিলো ৪টি দল। তবে বিচারকদের রায়ে বিজয় মঞ্চে দেশের পতাকা ওড়ানো সুযোগ পায়নি ১২ সদস্যের কেউই। ফিউচার ইঞ্জিনিয়ার্স, ফিউচার ইনোভেটরস এবং রোবো স্পোর্টস মোট এই ৩টি সেগমেন্টে অংশ নিয়েছিলো মায়ের দোয়া_রোবোটিক্স, সাইবার স্কোয়াড, চেইঞ্জ মেকার্স ২০২৪ এবং টিম সাইবারওয়েভ।
এবারের আসরে বিশ্বের ৮৭টি দেশ থেকে অংশ নিয়েছিলো ৫৬২টি দল। আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৩১৫০ জন প্রতিনিধি এবং ৫৭ টি দেশ থেকে ১৯৭ জন বিচারক নিজ নিজ ক্ষেত্রে তাদের নিজের দেশের প্রতিনিধিত্ব করেছে।
২০২৫ সালে সিঙ্গাপুরে বসবে ২২তম আসর। এবারের আসরে সমাপনীতে দেশটির হাতে পতাকা হস্তান্তর করা হয়েছে।
স্থানীয় সময় ৩০ নভেম্বর শেষ হয় তিন দিনের আসর। এই আসরে রোবো মিশনে জার্মানির জিআইপি ফেন্সি বটস প্রথম, ভিয়েতনামের জিভি২এইচএসআরএল-০১ দ্বিতীয় এবং থাইল্যান্ডের স্কাইফল তৃতীয় হয়েছে।
এছাড়াও জুনিয়র ক্যাটাগরিতে মালোয়েশিয়ার আপআপ সিএইচএ-১ প্রথম ও ফ্রেঞ্চ টোস্ট দ্বিতীয় এবং ভিয়েতনামের হং ব্যাং-১ তৃতীয় হয়েছে। সিনিয়র ক্যাগরিতে জাপানের ওয়াইটিএইচএস২বিওয়াই প্রথম, মালোয়েশিয়ার আপআপ সিএইচএম দ্বিতীয়, জাপানের মেইডেন তৃতীয় হয়েছে।
ভবিষ্যতের প্রকৌশলী ক্যাটাগরিতে প্রথম হাঙ্গেরির স্টর্ম এনজিআর, কাজাখস্তানের কিউওয়াইজেডওয়াইলর্ডা ফ্লেম দ্বিতীয় এবং ফিলিপাইনের বিএসইউ স্পার্টান তৃতীয় হয়েছে।
রোবো স্পোর্টস বিভাগে জুনিয়র ক্যাটাগরিতে তাইওয়ানের ওএফডিএলজেএইচআর প্রথম, গ্রিসের বিটল্যাব দ্বিতীয় এবং মালোয়েশিয়ার আপআপ সিএইচ-১তৃতীয় হয়েছে। সিনিয়র ক্যাটাগরিতে প্রথম হয়েছে ভেনেজুয়েলার রোবটিক ড্রিমার্স। এই বিভাগে নেদারল্যান্ডের বিটিএস স্কাউট বিটি স্কাউট দ্বিতীয় ও কাজাখস্তানের কজকরাস তৃতীয় হয়েছে।
জুনিয়ার ক্যাটাগরির নতুন উদ্ভাবনে ইন্দোনেশিয়ার ওশান ভয়েজার প্রথম, আজারবাইজানের মাল্টি কালচার দ্বিতীয় এবং অস্ট্রেলিয়ার সিম্পসন তৃতীয় হয়েছে।
এলিমেন্টারি বিভাগে মালোয়েশিয়ার ম্যাজিক্যাল ট্রায়ো প্রথম এবং একই দেশের টেরা ফ্লাড দ্বিতীয় ও ভারতে রেসকিউ টেক এলাইস তৃতীয় হয়েছে।
ভবিষ্যতের তরুণ উদ্ভাবক হিসেবে সবগ্রুপের মধ্যে বিশেষ সম্মাননা পেয়েছে আজারবাইজানের মাল্টি কালচার এজ দল। একইভাবে জুনিয়র ক্যাটাগরিতে স্টার্টআপ আইডিয়া সম্মাননা জিতেছে ভারতের কোস্টাল কাস্টডিয়ান এবং এই আসরের সেরা টেকনিক্যাল সল্যুশন অ্যাওয়ার্ড জিতেছে কাজাখস্তানের জিগজিটি। আর টিম স্পিরিডি সম্মাননা জিতেছে থাইল্যান্ডের টিম থ্রি চিকেন। লেগো এড্যুকেশন ক্রিয়েটিভিটি ক্যাটাগরিতে কোস্টারিকার থ্রি মাস্কেটার্স সম্মাননা জিতেছে।
প্রসঙ্গত, ২০২০ সালে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের সদস্য হয় বাংলাদেশ। সে বছর কোনো অলিম্পিয়াড আয়োজন করা হয়নি। ২০২১ সালে অনলাইনে অনুষ্ঠিত অলিম্পিয়াডে প্রথমবার অংশ নিয়ে বাংলাদেশ দশম স্থান অর্জন করেছিল। সেবার বিশ্বের ৬৬টি দেশ থেকে ২০০টি দল অংশগ্রহণ করেছিল। এর পরের বছর ২০২২ সালে প্রথমবারের মতো সশরীরে বিশ্বের ৭৩টি দেশের ৩৭৫টি দলের প্রায় তিন শতাধিক প্রতিযোগীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ব্রোঞ্জপদকের পাশাপাশি অষ্টম স্থান অর্জন করে বাংলাদেশ। এছাড়া ২০২৩ সালে সেরাদের মধ্যে পঞ্চম স্থান অর্জন করে বাংলাদেশের টিম।
এ বছরের কোনো পদক না এলেও এই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ আগামীতে বাংলাদেশের শিক্ষার্থীদের এ ধরনের বুদ্ধিবৃত্তিক কাজে আরো অনেক বেশি উৎসাহিত করবে বলে বিশ্বাস করেন বাংলাদেশ দলের উপদলনেতা মাহেরুল আজম কোরেশী। এছাড়া এবার আন্তর্জাতিক পর্বের বিচারক হিসেবে যুক্ত ছিলেন সাজ্জাদ ইসলাম, রেদওয়ান ফেরদৌস এবং সিহাব সারার আহমেদ।