বাংলাদেশ ডাক বিভাগের সেবার মান বাড়ানোর জন্য সুনির্দিষ্ট তিনটি পদক্ষেপ নিয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। এগুলো হলো রানার বা পোস্টম্যানদের সময় বাঁচানোর জন্য ই-বাইক বরাদ্দ দেওয়া হবে। পাশাপাশি পোস্টাল এড্রেস ডিজিটাইজেশন এবং অ্যাড্রেস এর বিপরীতে জিও লোকেশন ম্যাপিং করবে সংশ্লিষ্ট বিভাগ।
এছাড়াও ডাক বিভাগের সাথে বেসরকারি কুরিয়ার এবং পার্সেল সার্ভিস প্রদানকারী কোম্পানিগুলোর মধ্যে সমঝোতা চুক্তি করে আরবান পার্সেল ডিস্ট্রিবিউশনের সাথে সাথে রুরাল ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক তৈরি করা হবে।
ডাক বিভাগ গ্রামীণ অঞ্চলে পার্সেল ডিস্ট্রিবিউশনে শক্তিশালীকরণ এবং বেসরকারি পার্সেল সার্ভিস প্রোভাইডার কোম্পানিগুলো শহরে থাকা শক্তিশালী নেটওয়ার্কের মধ্যে মেলবন্ধনের মাধ্যমে পার্সেল ডেলিভারি নেটওয়ার্ককে শক্তিশালী করতে এই উদ্যোগ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
তিনি জানিয়েছেন, আসন্ন আমের মৌসুমে ডাক বিভাগকে কিভাবে কাজে লাগানো যায় তার জন্যই এই পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। খাতসংশ্লিষ্টদের কোনো মন্তব্য থাকলেও সেটাও সাদরে গৃহীত হবে।