দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা (ঢাকা ক্রেডিট) এর ৬৯-তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বিষেশ খ্রীষ্টযাগ ও প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ফাদার চার্লস জে ইয়াং সিএসসি এবং অন্যান্য প্রয়াত প্রাক্তন কর্মকর্তাদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
৩ জুলাই, ঢাকার হলি রোজারি গির্জায় ঢাকা ক্রেডিটের প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ খ্রীষ্টযাগে পৌরহিত্য করেন তেজগাঁও ধর্মপল্লীর পাল-পুরোহিত জয়ন্ত এস গমেজ এবং তার সাথে উপস্থিত ছিলেন ফাদার যোসেফ তপ্ন।
খ্রীষ্টযাগে ফাদার গমেজ ঢাকা ক্রেডিটের প্রতিষ্ঠাতা ফাদার চার্লস জে ইয়াং এবং তৎকালিন নেতৃবৃন্দকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
ফাদার গমেজ বলেন, “ফাদার ইয়াং এর হাতে প্রতিষ্ঠিত ছোট প্রতিষ্ঠানটি আজ বড় হয়েছে এবং দেশ বিনির্মাণে বড় ভূমিকা রেখে চলেছে, এই ধারা অক্ষুণ্ন রাখতে হবে।”
ফাদার ইয়াং যে স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশের খ্রিষ্টানদের অর্থনৈতিক মুক্তি ও সামাজিক বন্ধনকে মজবুত করণ, সেই স্বপ্নকে বাস্তবায়নে নেতৃবৃন্দকে আহ্বান করেন ফাদার জয়ন্ত গমেজ।
খ্রিষ্টযাগে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, ভাইস প্রেসিডেন্ট পাপড়ি দেবী আরেং, সেক্রেটারী মাইকেল জন গমেজ, ট্রেজারার সুকুমার লিনূজ ক্রুজ, বোর্ডের সকল কর্মকর্তা, উপদেষ্টা এবং কর্মীবৃন্দসহ সাধারণ খ্রীষ্টভক্তগণ।
খ্রীষ্টযাগের পরে প্রেসিডেন্ট কোড়াইয়া উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, “ফাদার চার্লস জে. ইয়াং প্রতিষ্ঠান গড়ে দিয়ে গেছেন তা এখন বাংলাদেশের খ্রিষ্টমন্ডলীর অর্থনীতির মূল চালিকা শক্তি হিসেবে গড়ে উঠেছে। একই সাথে আমাদের এই প্রতিষ্ঠানটি কর্মসংস্থান তৈরিতে বিশেষ ভূমিকা রেখে যাচ্ছে।” সূত্র: ডিসিনিউজ