ঢাকাস্থ মঠবাড়ী খ্রিস্টান কর্মজীবী সমবায় সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভায় ছিল যেসব আয়োজন

প্রকাশ: সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪  ডেস্ক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
ঢাকার পবিত্র জপমালা রাণীর গির্জা সংলগ্ন মাদার তেরেজা হল রুমে ঢাকাস্থ মঠবাড়ী খ্রিস্টান কর্মজীবী সমবায় সমিতি লিমিটেডের দ্বিতীয় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ এপ্রিল) এই দ্বিতীয় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সমিতির সেক্রেটারি থিওফিল রোজারিও এর সঞ্চালনায় এবং চেয়ারম্যান রবি বার্ণার্ড জেড. রোজারিও এর সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঠবাড়ীর সন্তান ও হলিক্রস কলেজের প্রিন্সিপাল সিস্টার শিখা গমেজ, গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও, কাককো লি.-এর চেয়ারম্যান পংকজ গিলবার্ট কস্তা।

১৯৯৫ সালে প্রতিষ্ঠিত ঢাকাস্থ মঠবাড়ী খ্রিস্টান কর্মজীবি সমবায় সমিতিটি নানা চড়াই উৎরাই পার করে আবার নবউদ্যোমে তার কার্যক্রম শুরু করেছে।

সমিতিটির কার্যকরি পরিষদ সূত্রে জানা যায়, দ্বিতীয় বার্ষিক সাধারণ সভার সমস্ত খরচ কাককো লি., এবং বোর্ড সদস্য বহন করেছে।

“বিগত বোর্ডের সম্মানিত চেয়ারম্যান পল ডি’ কস্তা দায়িত্ব হস্তান্তরের সময় নগদ অর্থ মাত্র ১৫,৩৫১ টাকা রেখে গেলেও.. বর্তমান বোর্ডের কার্যক্রমের কারণে সমিতির মূলধন প্রায় পঁচিশ লক্ষ টাকা।” বলেন চেয়ারম্যান রবি বার্ণার্ড জেড. রোজারিও।

বর্তমান বোর্ডের প্রতি সদস্যদের আস্থা বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে চেয়ারম্যান বলেন, ‘‘নতুন কমিটি পঞ্চ বার্ষিকী পরিকল্পনা নিতে পারলে সমিতির উন্নয়ন অবধারিত। সদস্যদের মধ্যে যথেষ্ট আগ্রহ এবং উদ্দীপনা প্রকাশ পাচ্ছে।”

প্রধান অতিথির বক্তব্যে সিস্টার শিখা বলেন, “ঝুঁকি যারা এই সমিতির নেতৃত্বে এসেছেন তারাই প্রকৃত লিডার।”

তিনি বলেন, “ছোট পরিসর থেকেই আমাদের শুরু করতে হবে এবং সকল সমস্যার সহজ সমাধান খুঁজে বের করতে হবে। এখন আমাদের সময়ে অতীতে কি হয়েছে সেগুলো ভুলে গিয়ে সামনের দিকে অগ্রসর হওয়া।”

সিস্টার নতুন নেতৃত্বকে উদ্দেশ্য করে বলেন, আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনতে হবে, আমাদেরকে নতুন করে এই পৃথিবীকে দেখতে হবে।”

উপস্থিত সবাইকে সমবায়ী শুভেচ্ছা জানিয়ে নির্মল রোজারিও বলেন, ‘‘৩০ বছরে আপনাদের মধ্যে একটা নবজাগরণ হয়েছে। আপনাদের এখন দূরদর্শী চিন্তা করবে হবে।’’

যারা সমাজ ও সমবায় সমিতিরগুলোর নেতৃত্বে আছে তাদের উদ্দেশ্য করে রোজারিও বলেন, “গতানুগতিক নেতৃত্বের দিন শেষ। এখন আমাদের নেতৃত্ব হতে হবে ভিশনারী ও এবং দূরদর্শী দৃষ্টি সম্পন্ন।”

দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রীষ্টান কো-অপারেটিভস (কাককো) লি., এর চেয়ারম্যান পংকজ গিলবার্ট কস্তা বলেন, ‘‘এই সমিতিটি আইসিইউ’তে ছিল, এখন মাত্র বের হয়েছে। কাজেই এর যত্ন সেই ভাবেই আমাদের সবাইকে নিতে হবে।”

“বর্তমানে আমাদের নিজেদের মধ্যে অনেক ছোট ছোট সমিতি হয়েছে এবং আমরা নিজেদের মধ্যেই প্রতিযোগীতা করছি। কাজেই এখন আমাদের সময় এসেছে একত্রে কাজ করার, আমরা নিজেরা একে অপরের সাথে বড় পরিসরে কাজ করতে পারি।” বলেন কস্তা।

দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি., ঢাকা (ঢাকা ক্রেডিট) প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া উপস্থিত থেকে তার বক্তব্যে বলেন, ‘‘আমাদের শুধু অর্থের দিকে কাজ করলে হবে না, এখন আমাদের সামাজিক সুরক্ষায় কাজ করতে হবে।’’

“আমাদের এখন শিশুদের যত্ন নিতে হবে এবং একই সাথে শিশুরা যেন এই পৃথিবীর যত্ন নেয় সেটাও তাদের শিখাতে হবে। শিশুদের পেছনে আমাদের বিনিয়োগ করতে হবে।” বলেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দি মেট্রোপলিটান খ্রিষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি., এর ভাইস চেয়ারম্যান ডিউক প্রদীপ রোজারিও, ম্যানেজার জেমস ডি’ রোজারিও, ঢাকাস্থ মঠবাড়ী খ্রিস্টান কর্মজীবী সমবায় সমিতির ভাইস চেয়ারম্যান ও ঢাকা ক্রেডিটের বোর্ড অব ডিরেক্টর মনিকা গমেজসহ অন্যান্য সমবায়ের নেতৃবৃন্দ। সূত্র: ডিসিনিউজ
image

আপনার মতামত দিন