মোহাম্মদপুরে ঢাকা ক্রেডিটের শিক্ষা সেমিনার

প্রকাশ: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
Image টেকভয়েস২৪ রিপোর্ট
news-banner
  ছবি: সংগৃহীত
মোহাম্মদপুরে  অনুষ্ঠিত হলো দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা’র (ঢাকা ক্রেডিট) আঞ্চলিক শিক্ষা সেমিনার। ২৭ সেপ্টেম্বর, সকাল সাড়ে ১০টায় সিয়োন টালিথা কুমী চার্চে সমিতির কর্মএলাকা মোহাম্মদপুররে সদস্য এবং স্থানীয় নেতৃবৃন্দ এই শিক্ষা সেমিনারে অংশ নেন।

 সিয়োন টালিথা কুমী চার্চের পাস্টর বীনা রায়ের প্রার্থনার মাধ্যমে শিক্ষা সেমিনার শুরু হয়।

 অনুষ্ঠিত শিক্ষা সেমিনারে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, প্রাক্তন প্রেসিডেন্ট ও বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও, ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট পাপড়ী দেবী আরেং, সেক্রেটারি মাইকেল জন গমেজ, ট্রেজারার সুকুমার লিনুস ক্রুশ, প্রাক্তন ভাইস-প্রেসিডেন্ট আলবার্ট আশিষ বিশ্বাস, প্রাক্তন ম্যানেজার নিপুন সাংমা, সিয়োন টালিথা কুমী চার্চের পরিচালক তুলিকা বৈরাগীসহ ঢাকা ক্রেডিটের কর্মকর্তাগণ।

শিক্ষা সেমিনারে স্বাগত বক্তব্যে ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া বলেন, ‘ঢাকা ক্রেডিট খ্রিষ্টান সমাজের উন্নয়নের জন্য ব্যাপক কর্মযজ্ঞ পরিচালনা করছে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল ক্ষেত্রে ঢাকা ক্রেডিটের অবদান রয়েছে। খ্রিষ্টানদের উন্নয়নের জন্য ঢাকা ক্রেডিটের বিকল্প নেই। আমরা চাই শিশুদেরকে ক্রেডিট মুখি করতে, যাতে করে তাদের মধ্যে সঞ্চয় করার মনোভাব বেড়ে উঠে।

তিনি নতুন সদস্যদের একজন আদর্শ সদস্য হওয়ার আহ্বান জানান। তিনি নতুন সদস্যপদ গ্রহণকারীদের একজন আদর্শ সমবায়ী হওয়ার বিষয়ে বিভিন্ন ধরনের পরামর্শ দেন।

শিক্ষা সেমিনারে ঢাকা ক্রেডিট সম্পর্কিত প্রেজেন্টেশন এবং সার্বিক তথ্য উপস্থাপন করেন ঢাকা ক্রেডিটের সেক্রেটারি মাইকেল জন গমেজ। এ সময় তিনি ঢাকা ক্রেডিটের সাথে থেকে উন্নয়ন কার্যক্রম আরো এগিয়ে নিতে সকলের নিকট একাত্ম হয়ে কাজ করার আহ্বান জানান সদস্যরা।

বলনে,‘ ঢাকা ক্রেডিটের কার্যক্রম প্রশংসনীয়। বর্তমান ব্যবস্থাপনা কমিটি যেসকল উদ্যোগ নিয়েছে তা সত্যিই সময়োপযোগি। হাসপাতাল, এটিএম সার্ভিস, মোবাইল অ্যাপ, নিজন্ব সফটওয়ার ব্যবস্থাপনা সময়োপযোগি উদ্যোগ সতিই প্রশংসার দাবি রাখে।

সেক্রেটারি মাইকেল জন গমেজের ঢাকার ক্রেডিটের উপর বিশদ আলোচনা, প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়ার ঢাকা ক্রেডিট নিয়ে স্বপ্ন বাস্তবায়নের বক্তব্যসহ নানা আয়োজন নিয়ে শিক্ষা সেমিনার অনুষ্ঠিত হয়।

শিক্ষা সেমিনার সঞ্চালনা করেন ঢাকা ক্রেডিটের সেক্রেটারি মাইকেল জন গমেজ।

এই দিন মুক্তালোচনায় অংশ নিয়ে মোহাম্মদপুরবাসী ঢাকা ক্রেডিটের বিভিন্ন বিষয় সম্পর্কে ধারনা লাভ করেন এবং ঢাকা ক্রেডিটের সাথে থাকার আশাবাদ ব্যক্ত করেন।
image

আপনার মতামত দিন