মঠবাড়ীতে ঢাকা ক্রেডিটের শিক্ষা সেমিনার, ৪শ নতুন সদস্য প্রত্যাশীদের অংশগ্রহণ

প্রকাশ: শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪  ডেস্ক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
মঠবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা (ঢাকা ক্রেডিট)-এর আঞ্চলিক শিক্ষা সেমিনার। গাজীপুর জেলার, কালীগঞ্জের মঠবাড়ীতে ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়ার সভাপতিত্বে এই শিক্ষা সেমিনার অনুষ্ঠিত হয়। ১৮ অক্টোবর, সকাল ১১টায় মঠবাড়ী খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:’র জুবলী ভবনে ঢাকা ক্রেডিটের সেক্রেটারি মাইকেল জন গমেজের সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষা সেমিনারে প্রায় ৪শ নতুন সদস্য প্রত্যাশী ও বর্তমান সদস্য অংশগ্রহণ করেন।

শিক্ষা সেমিনারে আরো উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট ও বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও, ঢাকা ক্রেডিটের সাবেক প্রেসিডেন্ট ও কাককো লি:’র চেয়ারম্যান পংকজ গিলবার্ট কস্তা, ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট পাপড়ী দেবী আরেং, ট্রেজারার সুকুমার লিনুস ক্রুজ, প্রধান নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জোনাস গমেজ, মঠবাড়ী খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:’র চেয়ারম্যান রঞ্জন রবার্ট পেরেরা, ন্যাশনাল ওয়াইএমসিএ’র সেক্রেটারি জেনারেল নিপুন সাংমা, ঢাকা ক্রেডিটের উপদেষ্টা থিওফিল রোজারিওসহ ঢাকা ক্রেডিটের কর্মকর্তা, মঠবাড়ীর বিভিন্ন সমবায় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ এবং সদস্যগণ।

সভাপতির শুভেচ্ছা বক্তব্যে প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া বলেন, ‘আজকে যারা এই আঞ্চলিক শিক্ষা সেমিনারে যোগ দিয়েছেন, সবাইকে শুভেচ্ছা জানাই। আমাদের শিক্ষা সেমিনারের মূল লক্ষ্য হলো, সদস্যদের এবং নতুন সদস্য প্রার্থীদের ঢাকা ক্রেডিট সম্পর্কে জানানো। ঢাকা ক্রেডিটের বিভিন্ন প্রডাক্ট ও প্রকল্পগুলো যেন সদস্যগণ অবগত হতে পারেন এবং আদর্শ সমবায়ী হতে পারেন এ কারণেই আমরা কর্মএলাকায় শিক্ষা সেমিনারের আয়োজন করে থাকি।’

তিনি আরো বলেন, ‘আপনাদের মঠবাড়ীতে ঢাকা ক্রেডিটের সবচেয়ে বড় প্রকল্প ‘ডিভাইন মার্সি হাসপাতাল লি:’ প্রতিষ্ঠা করা হয়েছে। ইতিমধ্যে চিকিৎসা কার্যক্রম শুরু করে আপনাদের সেবা প্রদান করে যাচ্ছে হাসপাতালটি। পাশাপাশি ডিভাইন মার্সি নার্সিং ইনস্টিটিউটও শিক্ষা কার্যক্রম শুরু করেছে। খুব শিঘ্রই আমরা মেডিকেল কলেজ-ও শুরু করতে পারবো। আমরা আপনাদের এই এলাকায় সকল সদস্যদের নিয়ে পথ চলতে চাই।’

প্রাক্তন প্রেসিডেন্ট নির্মল রোজারিও বলেন, ‘আমি গর্ববোধ করি, আমি ঢাকা ক্রেডিটের সদস্য। প্রায় সাত দশক আগে আর্চবিশপ লরেন্স এল. গ্রেণার এবং ফাদার চার্লস জে. ইয়াং সিএসসি’র হাতে ঢাকা ক্রেডিট প্রতিষ্ঠিত হয়েছে। আজ আমরা সেই মহামানবদের উত্তরসূরী হয়ে এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি। আমরা তাদের নিকট কৃতজ্ঞ। যে উদ্দেশে ক্রেডিট ইউনিয়ন গড়ে তোলা হয়ে, সেই উদ্দেশ্য বাস্তবায়ন করতে হলে, শিক্ষা সেমিনারের কোনো বিকল্প নেই। সদস্যদের সচেতন এবং সমবায়ে উৎসাহিত করতে ঢাকা ক্রেডিট নিয়মিত শিক্ষা সেমিনারের আয়োজন করে থাকে। আজ আমি ঢাকা ক্রেডিটের এই উদ্যোগের জন্য ধন্যবাদ জানাই।’

সাবেক প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা বলেন, ‘আমরা প্রয়োজনের বেশি ঋণ নেই, ফলে নিজেও ক্ষতিগ্রস্ত হই, সমবায় প্রতিষ্ঠানগুলোও ঝুঁকির মধ্যে পড়ে। আমরা আয়মূলক কাজের জন্য ঋণ না নিয়ে, বিভিন্ন অনুষ্ঠান বা যেকোনো হালকা কারণে আমরা ঋণ নেই। আমাদের সমবায় প্রতিষ্ঠানগুলোর উচিত ট্রেনিংয়ের ব্যবস্থা করা, সদস্যরা যেন সচেতন হতে পারে। এ ছাড়াও আমাদের লিডারশীপ ট্রেনিংয়ের আয়োজন করা উচিত, যেন আমাদের ছেলেমেয়েরা নেতৃত্বে আসতে পারে অথবা ক্যারিয়ার গঠনেও ভূমিকা রাখবে।’

এ ছাড়াও এদিন অন্যান্য অতিথিবৃন্দ ঢাকা ক্রেডিটের কার্যক্রমের প্রশংসা করেন। তারা ধন্যবাদ জানায় ঢাকা ক্রেডিটের সবচেয়ে বড় প্রকল্প ডিভাইন মার্সি হাসপাতাল তাদের এলাকায় প্রতিষ্ঠা করা হয়েছে বলে। সেই সাথে ঢাকা ক্রেডিটের সামগ্রিক কাজে বর্তমান ব্যবস্থাপনা পরিষদের সঙ্গে সকলপ্রকার সহযোগিতার আশ্বাস দেন।

এ দিন উপস্থিত অংশগ্রহণকারীগণ মুক্তালোচনায় অংশ নিয়ে সমিতির বিভিন্ন বিষয়ে পর্যালোচনা এবং সমিতির সার্বিক বিষয়ে প্রশংসা করেন।

শিক্ষা সেমিনারে সেক্রেটারি মাইকেল জন গমেজ ঢাকা ক্রেডিট বিষয়ক একটি উপস্থাপনার মাধ্যমে সমিতির কার্যক্রম তুলে ধরেন যেখানে প্রতিষ্ঠা থেকে শুরু করে বর্তমান পর্যন্ত সকল প্রডাক্ট, প্রকল্প এবং আর্থ-সামাজিক উন্নয়নের সামগ্রিক বর্ণনা করা হয়।

সমিতির ভাইস-প্রেসিডেন্ট পাপড়ী দেবী আরেং-এর ধন্যবাদের মাধ্যমে শিক্ষা সেমিনার শেষ হয়। সূত্র: ডিসিনিউজ
image

আপনার মতামত দিন