নবাই বটতলা ধর্মপল্লীতে সাধু ভিনসেন্ট ডি’ পলের পর্ব পালন

প্রকাশ: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪  ডেস্ক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
‘সেবা কর দুঃখী জনে, সেবা কর আর্তজনে’ মূলসুরের উপর ভিত্তি করে ২৯ সেপ্টেম্বর নবাই বটতলা ধর্মপল্লীতে সাধু ভিনসেন্ট ডি’ পলের পর্ব পালন করা হয়।  

ধর্মপল্লীর ফাদার-সিস্টার ও সাধু ভিনসেন্ট ডি’ পল সোসাইটির উদ্যোগে এতে সোসাইটির সদস্য-সদস্যা, প্রবীণ ব্যক্তিবর্গ, অসুস্থ্য অবস্থায় পড়ে থাকা ব্যক্তিসহ ধর্মপল্লীর খ্রিস্টভক্ত মিলে ৩৫০ জন উপস্থতি ছিলেন।

অনুষ্ঠানসূচীতে ছিলো শোভাযাত্রাসহ পবিত্র খ্রিস্টযাগ। এতে প্রধান পৌরহিত্য কেরেন নবাই বটতলার ধর্মপল্লীর পাল-পুরোহতি ফাদার স্বপন মার্টিন পিউরীফিকেশন।

উপদেশে তিনি বলেন, সাধু ভিনসেন্ট ডি’ পল ছিলেন, দীন-দুঃখীদের পিতা ও বন্ধু, ভাল গায়ক, প্রার্থনাশীল মানুষ, মণ্ডলিকে নিয়ে সুদূর প্রসারী ভাবনার এক মানুষ। বৃদ্ধ-বৃদ্ধাদের-অসুস্থ-অভাবগ্রস্থ-রুগ্ন, পীড়িত মানুষের সেবক ও সুযোগ্য বাণী প্রচারক।

খ্রিস্টযাগের মধ্যে সকল বয়স্ক-অসুস্থ্য ও প্রতিবন্ধীদের রোগীলেপন সংস্কার প্রদান করা হয়। খ্রিস্টযাগের পরপরই সহভাগিতা করেন উক্ত সোসাইটির সভাপতি মি. কারলুশ মারাণ্ডী।

তিনি বলেন, সবাইকে দায়ত্বিশীল আচরণরে মধ্য দিয়ে এই সোসাইটিকে আরও যুগোপযোগী করে তুলতে হবে। গীর্জা-র্প্রাথনায় সবাইকে নিয়মিতভাবে অংশগ্রহণ করতে আরো বেশী আগ্রহী হয়ে উঠতে হবে।

সোসাইটির সেক্রেটারি মিসেস কস্তানতিনা হাঁসদা বলেন, আমরা যেন শুধুমাত্র পর্ব পালনের জন্য সাধু ভিনসেন্ট ডি’পল সোসাইটির সদস্য-সদস্যা না হই বরং সাধু ভনিসন্টেরে জীবনাদর্শ অনুসরণ ও অনুকরণ করি এবং দরদ্রি-অসহায়-অবহলেতিদরে পাশে সাহায্যের হাত প্রসারতি করি।

কয়কেজন অসুস্থ ভ্রাতা-ভগিনীকে শাড়ি ও লুঙ্গি ভালবাসার দান হিসেবে প্রদান করা হয়। সবাইকে ফুললে শুভচ্ছোসহ আর্শীবাদ ও পাল-পুরোহতিরে ধন্যবাদ জ্ঞাপনরে মাধ্যমে র্পব উদযাপনের পরসিমাপ্তি ঘটে।
রিপোর্টার : ফাদার স্বপন পিউরীফিকেন

আপনার মতামত দিন