রাজশাহী ধর্মপ্রদেশীয় ওয়াইসিএস দিবস-২০২৪

প্রকাশ: রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
Image টেকভয়েস২৪  ডেস্ক
news-banner
  ছবি: সংগৃহীত
‘যিশুর পথে, যিশুর পানে, চলি মোরা, একতানে; আমরা ওয়াইসিএস’ মূলসুরকে কেন্দ্র করে গত ৯ অক্টোবর বিকেল ৩ টা থেকে ১২ অক্টোবর সকাল পর্যন্ত বোর্ণী ধর্মপল্লীতে রাজশাহী ধর্মপ্রদেশীয় ওয়াইসিএস দিবস-২০২৪ অনুষ্ঠিত হয়।  

এতে অংশগ্রহণ করেন  ফাদার, সিস্টার ও এনিমেটরসহ মোট ১১০ জন ওয়াইসিএসের সদস্য। অনুষ্ঠানের শুরুতেই অংশগ্রহণকারীদের কীর্তনযোগে বরণ করে নেওয়া হয়।

পরবর্তীতে বাইবেল শোভাযাত্রা, প্রদীপ প্রজ্জ্বলন, উদ্বোধনী নৃত্যের মধ্য দিয়ে ওয়াইসিএস দিবসের শুভ উদ্বোধন হয়।

উদ্বোধনী পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করেন ফাদার যোহন মিন্টু রায়। খ্রিস্টযাগে উপদেশ বাণীতে ফাদার বলেন, ওয়াইসিএস হলো ধর্মপল্লীর প্রাণ। আমরা নিজেরা প্রাণবন্ত থেকে নিজেদের ধর্মপল্লীকে প্রাণবন্ত করবো। আমরা যেন আমাদের হৃদয়ে যিশুকে স্থান দেই এবং আমাদের হৃদয়ের সকল কথা, সকল ব্যথা ও আনন্দ যিশুর সাথে সহভাগিতা করি।

পরবর্তীতে দ্বিতীয় দিনে বর্ণাঢ্য র‍্যালি, জাতীয় পতাকা, যুব কমিশনের পতাকা এবং ওয়াইসিএস পতাকা উত্তোলন, ওয়াইসিএস লগো উন্মোচন এবং দেয়ালিকা উদ্বোধন করা হয় এবং উক্ত দিবসকে সাফাল্যমণ্ডিত করতে বিভিন্ন বিষয়ের উপর শিক্ষা প্রদান করা হয়। বিষয়সমূহ; ওয়াইসিএস এর ধারণা ও সংক্ষিপ্ত ইতিহাস, যুব নৈতিকতা ও মূলবোধ, উপাসনা বিষয়ে ধারণা, সেল মিটিং অনুশীলন, ধর্মপল্লী ভিত্তিক সেলমিটিং, সুরক্ষা (সেফগার্ড), শারীরিক ও মানসিক পরিবর্তন ও যত্ন, ওয়াইসিএস কার্যক্রম ও পদ্ধতি ও আধ্যাত্মিকতা, ধর্মপল্লীভিত্তিক পরিকল্পনা।

ওয়াইসিএস দিবসে সমাপনী পবিত্র খ্রিস্টযাগে রাজশাহী ধর্মপ্রদেশীয় যুব সমন্বয়নকারী শ্রদ্ধেয় ফাদার শ্যামল জেমস্ গমেজ বলেন, জাগি আমরা, জাগাই ওয়াইসিএস। প্রতিটি ধর্মপল্লীতেই ওয়াইসিএস এর কার্যক্রম করা হয় এবং সবাইকে আরো সক্রিয়ভাবে, সুন্দর মনোভাগ নিয়ে ধর্মপল্লীকে সাহায্য করতে হবে তাহলেই রাজশাহী ধর্মপ্রদেশীয় ওয়াইসিএস আরো প্রাণবন্ত ও সক্রিয় হবে।

পরবর্তীতে বোর্ণী ধর্মপল্লীর সহকারী পাল-পুরোহিত ফাদার সুরেশ পিউরিফিকেশন রাজশাহী ধর্মপ্রদেশীয় যুব কমিশনকে ধন্যবাদ জানান।

তিনি ওয়াইসিএস বন্ধুদের উদ্দেশ্যে বলেন, তোমরা মাতা-মণ্ডলীর বর্তমান ও ভবিষ্যত। তোমরাই পারো মণ্ডলীকে এগিয়ে নিতে এবং মণ্ডলীকে সক্রিয় করতে।

সর্বশেষে রাজশাহী ধর্মপ্রদেশীয় ওয়াইসিএস চ্যাপলেইন ফাদার উজ্জ্বল রিবেরু বলেন, ওয়াইসিএস বন্ধুরা তোমরা একতানে, মিলনে এবং সুসম্পর্কের বন্ধনে ওয়াইসিএ-কে প্রাণবন্ত করবে। তোমরা সবাই এক; কেউ একা নও এবং ঈশ্বর তোমাদের সকলে ভালোবাসেন। সকলকে ভালোবাসবে এবং ভালোবাসায় এগিয়ে যাবো।

 রিপোর্টার : অঙ্গিতা ক্রুশ
image

আপনার মতামত দিন