রাজশাহী ধর্মপ্রদেশের ফাদার-ব্রাদার ও সিস্টারদের বড়দিনের পুনর্মিলনী

প্রকাশ: বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪  ডেস্ক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ হাউজে অনুষ্ঠিত হলো ধর্মপ্রদেশে পালকীয় কর্মরত ফাদার,  ব্রাদার ও সিস্টারদের নিয়ে বড়দিনের পুনর্মিলনী অনুষ্ঠান। ৮ জানুয়ারি ২০২৫ এই পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত এই বড়দিন পুনর্মিলনে ধর্প্রেদেশের বিশপসহ প্রায় ৫৪জন ফাদার, ব্রাদার ও উল্লেখযোগ্য সংখ্যক সিস্টার উপস্থিত ছিলেন।

বিশপ জের্ভাস রোজারিও তাঁর সহভাগিতায় বলেন, “বিগত কয়েক বছর যাবৎ আমরা পোপ ফ্রান্সিসের সিনোডাল মণ্ডলির আলোকে পথ চলছি। আর এই সিনোডালিটি প্রথমত ফাদার-ব্রাদার ও সিস্টারদের মধ্যে স্থাপন করা উচিৎ। আর তা করতে পারলে ধর্মপল্লীর জনগণও সিনোডালিটির মধ্যে পথ চলতে উৎসাহিত হবেন।”

“আমরা খ্রিস্ট জন্ম জুবিলীবর্ষে রয়েছি। এই জুবিলীবর্ষে ঈশ্বরকে তাঁর অনুগ্রহের জন্য ধন্যবাদ জানানো দরকার। বর্তমানে সমগ্র বিশ্ব একটা অস্থির অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। অনেক দেশের মধ্যে যুদ্ধ বিরাজমান। আর এই পরিস্থিতিতে খ্রিস্টের জন্ম জুবিলী আমাদের শান্তির বার্তা দেয়”, বলেন বিশপ রোজারিও।

পরিশেষে সন্ধ্যায় ফাদার-ব্রাদার ও সিস্টারদের অংশগ্রহণে আরাধনা ও বড়দিনের কীর্তন অনুষ্ঠিত হয়। সূত্র: বরেন্দ্রদূত

image

আপনার মতামত দিন