শিক্ষকতা কোন পেশা নয়, আদর্শ মানুষ গড়ার নিরন্তর সাধনা

প্রকাশ: রবিবার, ০৬ অক্টোবর, ২০২৪
Image টেকভয়েস২৪  ডেস্ক
news-banner
  ছবি: সংগৃহীত
“শিক্ষার জন্য নতুন সামাজিক চুক্তি নির্ধারণে প্রয়োজন শিক্ষকদের মতামতের মূল্যায়ন” এই পতিপাদ্যকে নিয়ে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৪ পালন করা হয়। ৫ অক্টোবর  বাগানপাড়া, রাজশাহী-এর আয়োজনে মুক্তিদাতা হাই স্কুলে দিবসটি পালিত হয়।

শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও শিক্ষার্থীরা আনন্দ-উল্লাসে, উপহারে-ভোজনে উক্ত দিবসকে প্রাণবন্ত ও সাফল্যমন্ডিত করে তোলে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিও। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মপ্রদেশের ভিকার জেনারেল ফাদার ফাবিয়ান মারান্ডী। প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ সভাপতি এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক ব্রাদার রঞ্জন লূক পিউরিফিকেশন, সিএসসি।

দিবসের প্রারম্ভে ফাদার ফাবিয়ান মারান্ডী শিক্ষক-শিক্ষিকাদের উদ্দেশ্যে মূলসুরের উপর একটি বিশেষ সেশন পরিচালনা করেন, যা শিক্ষক-শিক্ষিকাদের আগামী দিনের পাথেয় হয়ে থাকবে বলে শিক্ষকগণ মত প্রকাশ করেন। এরপর সকল শিক্ষক-শিক্ষিকাগণ শিক্ষার্থীসহ হল রুমে প্রবেশ করলে উদ্বোধনী নৃত্যের মাধ্যমে শিক্ষার্থীরা অতিথি, প্রধান শিক্ষকসহ সকল শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দকে আসন গ্রহণ, ফুলের তোড়া, উত্তোরিও পরিয়ে বরণ করে নেন।

উদ্বোধনী বক্তব্যে মিসেস মনিকা ঘরামী সকলকে শিক্ষক দিবসের উষ্ণ শুভেচ্ছা জ্ঞাপন করেন। তিনি   বলেন, শিক্ষকরা হলেন সমাজের বিবেক স্বরূপ। তারা সমাজের নেতৃত্ব প্রদান করেন। সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেন। সমাজের অগ্রগতির অগ্রপথিকই হলো শিক্ষক মন্ডলী।

শিক্ষক দিবসকে কেন্দ্র করে প্রতিপাদ্য বিষয়ের উপর ও শিক্ষক দিবসের ঐতিহাসিক পটভূমি সম্পর্কে ও ছাত্র ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের উদ্দেশ্যে সহভাগিতা উপস্থাপন করেন সহকারী শিক্ষক মো. রফিকুল ইসলাম।

এছাড়াও শ্রদ্ধেয় বিশপ মহোদয়, ফাদার ফাবিয়ান মারান্ডী ও প্রধান শিক্ষক তাদের বক্তবে দিবসের তাৎপর্য তুলে ধরেন। বক্তব্যে তারা বলেন, শিক্ষকতা একটি উঁচু মানদন্ডের সেবা কাজ এবং এই সেবা কাজের ভূয়সী প্রশংসা করেন।

তারা সকল শিক্ষককে উৎসাহ প্রদান করে বলেন, শিক্ষকতা একটি মহান সেবা কাজ। এই সেবা কাজের উপরই নির্ভর করে অন্যান্য সকল পেশা অর্থাৎ শিক্ষকতাই সকল পেশার জনক, ধারক ও বাহক।

তারা আরো বলেন, শিক্ষকতা কোন পেশা নয়, উপার্জনের কোন ক্ষেত্রও নয়, শিক্ষকতা হচ্ছে আদর্শ মানুষ গড়ার একটি নিরন্তর সাধনা।

পরে শ্রেণী অনুসারে ৫টি দেয়ালিকার শুভ উদ্বোধন, সকল শিক্ষক-শিক্ষিকার উদ্দেশে মানপত্র পাঠ, সম্মাননা স্মারক প্রদান, বিশেষ উপহার প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত করা হয়।

পরিশেষে প্রধান শিক্ষক ব্রাদার রঞ্জন পিউরিফিকেশন সমাপনী বক্তব্য প্রদানসহ সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে দিনের কর্মসূচীর সমাপ্তি ঘোষনা করেন।

 রিপোর্টার : ব্রাদার রঞ্জন পিউরিফিকেশন

image

আপনার মতামত দিন