সম্মিলিত চার্চ পরিষদ, বাংলাদেশ কাথলিক বিশপ সিম্মিলনী ও বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন পৃথকভাবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে খ্রিষ্টানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান ইস্টার সানডেতে সরকারি ছুটি ঘোষণার দাবী জানিয়েছে।
১৭ অক্টোবর, বাংলাদেশ সম্মিলিত চার্চ পরিষদের প্রেসিডেন্ট ও ঢাকার আর্চবিশপ বিজয় এনডি’ক্রুজ স্বাক্ষরে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস বরারব এই দাবী জানানো হয়।
অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়াকে স্বাগত জানিয়ে আবেদনে আর্চবিশপ বিজয় বলেন, ইস্টার সানডে দিনটিকে খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষেরা যীশুখ্রীষ্টের মৃত্যুকে জয় করার দিন হিসেবে পালন করে, যা আমাদের জন্য অত্যন্ত গুরুত্ব ও তাৎপর্যপূর্ণ।
“দুর্ভাগ্যবশত এই দিনটি খ্রিষ্টান সম্প্রদায়ের জন্য তাৎপর্যপূর্ণ হলেও বিগত সরকারের কাছে বারংবার আবেদন করার পরেও সরকারি ছুটি দেয়নি। যার ফলে অনেক খ্রিষ্টধর্মীয় লোকেরা ইস্টার সানডে পালন করতে পারেন না। এমনটি অনেক সরকারি নিয়োগ এবং শিক্ষার্থীদের পরীক্ষা এই দিনটিতে অনুষ্ঠিত হওয়ায় খ্রিষ্টান পরীক্ষার্থীরা ধর্মীয় তাৎপর্যপূর্ণ দিবসটিকে পালন করতে পারে না।” আবেদনে বলেন আর্চবিশপ
সংখ্যায় ছোট হলেও বাংলাদেশে শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়নখাতে খ্রিষ্টানদের ব্যাপক অবদান রয়েছে উল্লেখ করে পত্রে অন্তর্বর্তী সরকারের নিকট ইস্টার সানডের দিন ছুটির আবেদন জানান আর্চবিশপ বিজয় এনডি’ ক্রুজ। সূত্র: ডিসিনিউজ