ভাওয়াল অঞ্চলের নেতৃবৃন্দের সঙ্গে হাউজিং সোসাইটির মতবিনিময় সভা

প্রকাশ: শনিবার, ৩১ অগাস্ট, ২০২৪
Image টেকভয়েস২৪ রিপোর্ট
news-banner
  ছবি: সংগৃহীত
ওয়াল অঞ্চলের প্রত্যেকটি ধর্মপল্লীর প্যারিস কাউন্সিলের সদস্য, বিভিন্ন ক্রেডিট ইউনিয়নের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি.-এর মতনিবিময় সভা অনুষ্ঠিত হয়। 

শনিবার (৩১ আগস্ট) মঠবাড়ি ধর্মপল্লীর পালকীয় সেবাকেন্দ্রে সকাল সাড়ে এগারটায় মতবিনিময় সভাটি শুরু হয়। এতে সভাপতিত্ব করেন হাউজিং সোসাইটির সম্মানিত চেয়ারম্যান মি. আগষ্টিন পিউরীফিকেশন। 

সেক্রেটারি মি. ইমানুয়েল বাপ্পী মন্ডলের সঞ্চালনায় মতবিনিময় সভার মঞ্চে আসন গ্রহণ করেন মঠবাড়ী ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার উজ্জ্বল রোজারিও, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট মি. নির্মল রোজারিও, ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট মি. ইগ্নেসিয়াস হেমন্ত কোড়াইয়া, ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট মি. বাবু মার্কুজ গমেজ, নাগরী ক্রেডিটের চেয়ারম্যান মি. ফিলিপ গমেজ, মঠবাড়ি ক্রেডিটের চেয়ারম্যান মি. রঞ্জন পেরেরা, দড়িপাড়া ক্রেডিটের চেয়ারম্যান মি. ডেনিস রোজারিও, ফাওকাল ক্রেডিটের চেয়ারম্যান মি. মুকুল বিশ্বাস, উপদেষ্টা মি. প্রভাত ডি’রোজারিও, সোসাইটির পরিচালক, অর্থ ও প্রশাসন মি. বাদল বি. সিমসাং ও ট্রেজারার মি. ইউজিন কোড়াইয়া।  

 শুভেচ্ছা বক্তব্য দেন সোসাইটির সম্মানিত চেয়ারম্যান মি. আগষ্টিন পিউরীফিকেশন। তিনি হাউজিং সোসাইটির বিগত দিনের উন্নয়নের নানা চিত্র তুলে ধরেন।

উপস্থিত ভাওয়াল অঞ্চলের ধর্মপল্লীর প্যারিস কাউন্সিলের সদস্য, ক্রেডিট ইউনিয়নের নেতৃবৃন্দ এ সময়ে সকলেই হাউজিং সোসাইটির রক্ষায় যা যা করণীয় সে সম্পর্কে তাদের বক্তব্য তুলে ধরেন। হাউজিং সোসাইটির উন্নয়ন ও সদস্যদের আমানত যথাযথ রক্ষায় সকলেই এগিয়ে আসবেন বলে মতামত প্রদান করেন। 

সভায় একপর্যায়ে মঠবাড়ী যুব সমিতির পক্ষ থেকে চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এরপর প্রার্থনার মধ্য দিয়ে সভাটি শেষ হয়।
image

আপনার মতামত দিন