দ্বিতীয় প্রান্তিকে ভিসা’র ৯ শতাংশ রাজস্ব প্রবৃদ্ধি অর্জন

প্রকাশ: মঙ্গলবার, ০৬ মে, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png নিজস্ব প্রতিবেদক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
চলতি মাসের ৩ মাসে ভিসা ৯.৬ বিলিয়ন মার্কিন ডলার রাজস্ব অর্জন করেছে ডিজিটাল পেমেন্টে প্রতিষ্ঠান ভিসা ইনকরপোরেশন (এনওয়াইএসই: ভি)। এই আয় প্রতিষ্ঠানটির আগের বছরের একই সময়ের তুলনায় ৯ শতাংশ বেশি। ডলারকে ভিত্তিমান ধরে মুদ্রা উঠানামার হার সমন্বয় করার পর এই বৃদ্ধি ১১ শতাংশে দাঁড়ায়।

পেমেন্টের পরিমাণ বৃদ্ধি পাওয়ায়, আন্তঃসীমান্ত লেনদেন জোরদার হওয়ায় এবং ডিজিটাল পেমেন্টের দিকে বৈশ্বিক পরিবর্তন ঝুঁকে পড়ায় এই প্রবৃদ্ধি অর্জন সম্ভব হয়য়ে বলে জানিয়েছে ভিসা কর্তৃপক্ষ।

প্রতিষ্ঠানটির দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, এই প্রান্তিকে শেয়ারহোল্ডারদের জন্য ৫.৬ বিলিয়ন মার্কিন ডলারের শেয়ার পুনঃক্রয় ও নগদ ডিভিডেন্ড প্রদান করেছে  ভিসা। এছাড়াও, দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধির ক্ষেত্রে প্রতিষ্ঠানের আত্মবিশ্বাসের ফলশ্রুতি হিসেবে পরিচালনা পর্ষদ নতুন করে আরও ৩০ বিলিয়ন মার্কিন ডলারের ‘মাল্টি-ইয়ার শেয়ার রিপারচেজ প্রোগ্রাম’ অনুমোদন করেছে। এই বছরের ১৩ মে পর্যন্ত নিবন্ধিত শেয়ারহোল্ডারদের জন্য প্রতি শেয়ারে ০.৫৯০ মার্কিন ডলার নগদ ডিভিডেন্ড ঘোষণা করেছে ভিসা; যা আগামী ২ জুন প্রদান করা হবে।

জানাগেছে, স্থিতিশীল গ্রাহক ব্যয়ের ফলে ভিসা’র এই প্রান্তিকের গ্যাপ (জেনারেলি এক্সেপটেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস) নেট ইনকাম দাঁড়িয়েছে ৪.৬ বিলিয়ন মার্কিন ডলার, বা শেয়ার প্রতি ২.৩২ মার্কিন ডলার। কিছু নির্দিষ্ট বিষয় বাদ দিলে, নন-গ্যাপ নেট ইনকাম দাঁড়িয়েছে ৫.৪ বিলিয়ন মার্কিন ডলার, বা শেয়ার প্রতি ২.৭৬ মার্কিন ডলার। বছর থেকে বছরে (ইয়ার-অন-ইয়ার) পেমেন্টের পরিমাণ বেড়েছে মোট ৮ শতাংশ, ইউরোপের অভ্যন্তরীণ লেনদেন বাদে আন্তঃসীমান্ত লেনদেনের পরিমাণ বেড়েছে ১৩ শতাংশ; একইসাথে, প্রসেসড (সফল ও নিরাপদ) লেনদেন বেড়েছে ৯ শতাংশ।

 এ নিয়ে  ভিসা’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রায়ান ম্যাকইনার্নি। তিনি বলেন, “পেমেন্ট, আন্তঃসীমান্ত এবং প্রসেসড (সফল ও নিরাপদ) লেনদেনের পরিমাণের কারণেই ভিসা’র এই অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের ৯ শতাংশ প্রবৃদ্ধি অর্জন সম্ভব হয়েছে। অর্থনৈতিক অনিশ্চয়তা থাকার পরও গ্রাহকের ব্যয় স্থিতিশীল ছিল। কনজ্যুমার পেমেন্ট, বাণিজ্যিক ও মুদ্রা স্থানান্তরে সমাধান এবং মূল্য সংযোজন সেবার ক্ষেত্রে আমাদের কৌশল; একইসাথে, বৈচিত্র্যপূর্ণ ব্যবসায়িক মডেল ও উদ্ভাবনের প্রতি মনোযোগ এই অর্থবছর এবং এরপরেও আমাদের ভালো অবস্থান বজায় রাখতে সহায়ক হবে বলে আশাবাদী আমরা।”
image

আপনার মতামত দিন