রমজান মাস প্রায় শেষের দিকে। সামনেই হাতছানি দিচ্ছে পবিত্র ঈদুল ফিতর। আর ঈদুল ফিতরকে সামনে রেখে জমে উঠেছে রাজধানীসহ দেশের সব এলাকার মার্কেটগুলো। রাজধানীতেও মার্কেটগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। তবে রাজধানীর মার্কেটগুলোর চেয়ে ফুটপাতের দোকানগুলো বেশি জমে উঠেছে।
শনিবার (২২ মার্চ) এমন দৃশ্য দেখা মেলে ঢাকা নিউ মার্কেটে এবং এর সামনের ও আশেপাশের ফুটপাতের দোকানগুলোর অবস্থা। দেখা যায়, নিউ মার্কেটের দোকানগুলো থেকে সামনের ফুটপাতে ক্রেতার সমাগম অনেক বেশি। শনিবার সকাল থেকেই ক্রেতাদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে নিউ মার্কেট। বেলা বাড়ার সাথে সাথে সেই উপস্থিতি আরও বাড়তে থাকে। এদিন বিকেল পাঁচটার দিকে নিউ মার্কেটের ফুটপাতে ক্রেতাদের উপচেপড়া ভিড়। মার্কেটের দোকানগুলোতেও ক্রেতাদের সমাগম ছিল।
দেখা যায়, প্রতিবারের মতো এবারও ঈদ বাজারে শিশুদের জন্য বাহারি রঙয়ের পোশাক ও জুতার পসরা সাজিয়েছে ব্যবসায়ীরা। অপরদিক নারী ও মেয়েদের চাহিদার তুলনায় বিভিন্ন ধরনের আকর্ষণীয় শাড়ি, বোরকা, থ্রিপিস, টুপিস, ওয়ান পার্টসহ জুতার পসরা রয়েছে। মার্কেটের ফুটপাতে টুপিস ও ওয়ান পিসগুলো ৪০০ থেকে হাজার টাকার মধ্যে বিক্রি হচ্ছে। আর থ্রিপিস ৬০০ থেকে ১৫০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। বোরকাও মিলছে হাজার টাকার মধ্যে। তবে মার্কেটের দোকানগুলোতে এগুলোর দাম ভিন্ন। সেখানে বেশি দামে বিক্রি হচ্ছে এমন অভিযোগ রয়েছে ক্রেতাদের।
অবশ্য দোকানদাররা বলছেন, ছেলেদের পাঞ্জাবি, পায়জামা, শার্ট, টি শার্ট, জিন্সসহ সবধরনের প্যান্ট পসরা সাজিয়েছে ব্যবসায়ীরা। যেন সবখানেই রয়েছে ক্রেতাদের ভিড়। অপরদিক বেচাবিক্রিতে পিছিয়ে নেই জুয়েলারি ব্যবসায়ীরা।
ঈদে নারীদের কোন পোশাকের চাহিদা বেশি জানতে চাইলে বিক্রেতারা বলেন, আমাদের দেশে সবসময়ে ইন্ডিয়ান বিভিন্ন ব্রান্ডের থ্রিপিসের চাহিদা বেশি ছিল। কিন্তু এবারে ব্যতিক্রম। সবার পছন্দের শীর্ষে এবারে পাকিস্তানি বিভিন্ন ব্রান্ডের থ্রিপিস রয়েছে। দেশি থ্রিপিসও রয়েছে।
গরমকে সামনে রেখে সুতি পোশাক বেশি কিনছেন নারীরা। তবে অল্পবয়সী মেয়েদের জাঁকজমক ভারী পোশাকের প্রতি চাহিদা বেশি। তাদের চাহিদা মাথায় রেখে বাজারে এবার জাঁকজমক ভারী পাকিস্তানি থ্রিপিস বেশি। দাম দুই হাজার থেকে শুরু করে ১০ হাজারের মধ্যে রয়েছে।
ঈদকে সামনে রেখে মার্কেটে বিক্রি জমেছে জানিয়ে জাহিদ নামে এক বিক্রেতা বলেন, শুক্রবারের মতো শনিবার মানুষের ভিড়। সেই তুলনায় বেচাবিক্রি কম। এবারে মার্কেটে পাকিস্তানি থ্রিপিস খুব চলছে। আমাদের দোকানে তিন হাজার থেকে দশ হাজার টাকার থ্রিপিস আছে।
গত বছরের তুলনায় এ বছর মানুষের সমাগম বেশি জানিয়ে ঢাকা নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির ম্যানেজার মো. ফিরোজুল ইসলাম বলেন, মানুষের উপস্থিতির তুলনায় বেচাবিক্রি কম। তবে আরও আট-নয়দিন আছে। সামনে বেচাবিক্রি বাড়বে বলে আশা করছি।
তিনি আরো বলেন, ক্রেতাদের নির্বিঘ্নে কেনাকাটা ও মার্কেটের নিরাপত্তা জোরদার করা হয়েছে। ৩২ জন নিরাপত্তাকর্মী সবসময় মার্কেটের নিরাপত্তার স্বার্থে কাজ করছে। ২৪ ঘণ্টাই ৬৪টি সিসি ক্যামেরায় মার্কেটের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো মনিটরিং করছি। পাশাপাশি রাতে টহল পুলিশ কাজ করছে।