উন্নত সংস্করণে এআইনির্ভর নতুন আইপ্যাড মিনি উন্মোচন করল অ্যাপল

প্রকাশ: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
Image টেকভয়েস২৪  ডেস্ক
news-banner
  ছবি: সংগৃহীত
নতুন প্রজন্মের আইপ্যাড মিনি উন্মোচন করেছে অ্যাপল। মডেল আইপ্যাড মিনি ৭। নতুন ডিভাইসটি মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। যুক্ত হয়েছে রাইটিং টুলস, উন্নত সিরি অ্যাসিস্ট্যান্টসহ একাধিক এআই ফিচার। এটি আইপ্যাড মিনির নতুন সংস্করণ।

নতুন আইপ্যাড মিনি ৭-তে রয়েছে এ১৭ প্রো চিপ ও অ্যাপল ইন্টিলিজেন্সের সমর্থন। সপ্তম প্রজন্মের ট্যাবলেটটি আইপ্যাড মিনি ৬-এর মতো ৮ দশমিক ৩ ইঞ্চির ডিজাইন বজায় রেখেছে। তবে এর পারফরম্যান্স উল্লেখযোগ্যভাবে আরও উন্নত করা হয়েছে। সেইসঙ্গে ট্যাবটিতে নতুন নতুন ফিচার যুক্ত করা হয়েছে। একে ইউএসবি সি কেবলের মাধ্যমে চার্জ দেওয়া যাবে।

অ্যাপল বলছে, পূর্ববর্তী প্রজন্মের তুলনায় এ১৭ প্রো চিপের সিপিইউ-এর কার্যক্ষমতা ৩০ শতাংশ এবং জিপিইউ-এর কার্যক্ষমতা ২৫ শতাংশ উন্নত হয়েছে।

নতুন আইপ্যাড মিনিতে অ্যাপল পেনসিল প্রো ব্যবহার করা যাবে। এটি চাপ সংবেদনশীলতা, হ্যাপটিক ফিডব্যাক এবং গেসচার কন্ট্রোলের সুবিধা দেয়। এ ছাড়া ইউএসবি সি অ্যাপল পেনসিল ব্যবহার করা যাবে এতে। তবে আইপ্যাড মিনি ৭ এর সঙ্গে অ্যাপল পেনসিল ২ কাজ করবে না।

আইপ্যাড মিনি ৭-তে ১৯ দশমিক ২ ওয়াটের লিথিয়াম পলিমার ব্যাটারি রয়েছে। ওয়াইফাইয়ের মাধ্যমে ওয়েব ব্রাউজিং বা ভিডিও দেখলে এটি একবার ১০ ঘণ্টা চলবে বলে দাবি করছে অ্যাপল। আর সেলুলার ডেটা ব্যবহার করলে এটি একবার চার্জে ৯ ঘণ্টা চলবে।
 
আইপ্যাডটি ওয়াই-ফাই ৬ই সমর্থন পাবে। এই আইপ্যাডে কোনো মাইক্রো সিম স্লট নেই। আইপ্যাডটি ইসিম সমর্থন পাবে। স্মার্ট এইচডিআর ৪ ফিচারসহ উন্নত ১২ মেগাপিক্সেল পেছনের ক্যামেরা রয়েছে। আর ১২ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেলফি ক্যামেরা রয়েছে।

আইপ্যাডে লিকুইড রেটিনা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ট্যাবলেটির পেছনে এখন ‘আইপ্যাড মিনি’ লেখা থাকবে।

অ্যাপল ইন্টেলিজেন্সে উন্নত লেখার টুল, ছবি তৈরির ক্ষমতাসহ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক অনেক নতুন ফিচার পাওয়া যাবে। এই সিস্টেম পারফরম্যান্স এবং গোপনীয়তা রক্ষার জন্য ডিভাইস ভিত্তিক প্রসেসিং এবং ক্লাউডভিত্তিক মডেল ব্যবহার করে। আইপ্যাড ওএস ১৮ দশমিক ১ আপডেটের মাধ্যমে প্রথম ধাপের অ্যাপল ইন্টেলিজেন্সের ফিচারগুলো অক্টোবর মাসেই পাওয়া যাবে।

আইপ্যাড মিনি ব্লু (হালকা নীল), পার্পেল (হালকা বেগুনি), স্টারলাইট (হালকা ক্রিম), স্টারলাইট গ্রে (ধূসর) রঙে পাওয়া যাবে। এখানে ব্লু ও পার্পেল নতুন রঙ হিসেবে যুক্ত হয়েছে।

আইপ্যাড স্টোরেজের ক্ষেত্রে বড় পরিবর্তন এসেছে। এখন আর ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজে সংস্করণ নেই। এখন নতুন আইপ্যাড মিনি ১২৮ জিবি, ২৫৬ জিবি ও ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজে পাওয়া যায়।

নতুন আইপ্যাড মিনির ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ও ওয়াইফাই সংস্করণের দাম ৪৯৯ ডলার (প্রায় ৫৯ হাজার ৭১৩ টাকা) এবং একই ইন্টারনাল স্টোরেজ সহ ওয়াইফাই + সেলুলার মডেলের দাম শুরু ৬৪৯ ডলার (প্রায় ৭৭ হাজার ৬৬৩ টাকা)।

আইপ্যাড মিনি ৭ এর প্রিঅর্ডার নেওয়া শুরু করেছে অ্যাপল। আগামী ২৩ অক্টোবর থেকে মডেলটির ডেলিভারি শুরু হবে এবং বাজারে পাওয়া যাবে।  সূত্র: ম্যাকরিউমার ও দ্য রয়টার্স।
image

আপনার মতামত দিন