সাম্প্রতিক সময়ে বিভিন্ন সংবাদমাধ্যমে একটি খবর আলোচনায় এসেছে ২.৫ বিলিয়ন জিমেইল অ্যাকাউন্ট ফাঁস হয়েছে। যদিও গুগল এমন দাবিকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে উল্লেখ করেছে। তবে একে ঘিরে যেটি সত্যিই উদ্বেগজনক সেটি হলো, জিমেইল ব্যবহারকারীদের লক্ষ্য করে নতুন ধরণের প্রতারণা।
ফোনকল দিয়েই জিমেইল হ্যাক করছে হ্যাকাররা
গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, সাম্প্রতিক সময়ে ফোনকলের মাধ্যমে অ্যাকাউন্ট হ্যাক করার ঘটনা বাড়ছে। প্রতারকেরা নিজেদের গুগলের কর্মী পরিচয় দিয়ে ব্যবহারকারীদের ভয় দেখিয়ে পাসওয়ার্ড রিসেট করাতে বাধ্য করছে।
গুগল বলছে, “আমরা কখনোই কোনো ব্যবহারকারীকে ফোন দিয়ে পাসওয়ার্ড রিসেট করতে বলি না বা অ্যাকাউন্ট সমস্যার সমাধান করতে ফোন করি না।”
প্রতারণার কৌশল কী?
সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান Proton জানিয়েছে, এই প্রতারণার ধরনটি অনেকটা এ রকম, যেমন, প্রতারক নিজেকে গুগলের কর্মী হিসেবে পরিচয় দেয়। তিনি ফোন করেন সাধারণত +১ (৬৫০) ২৫৩-০০০০ নম্বর থেকে (গুগলের আসল অফিস নম্বর স্পুফ করে)। বলেন, ‘আপনার জিমেইল অ্যাকাউন্টে সন্দেহজনক লগইন হয়েছে।’ এরপর নিরাপত্তার নামে পাসওয়ার্ড রিসেট করতে বলেন। একবার যদি ব্যবহারকারী ফাঁদে পা দেন, তাহলে প্রতারক সেই অ্যাকাউন্টের পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেয়।
কোন নম্বর থেকে ফোন এলে সতর্ক থাকবেন?
+1 (650) 253-0000 এই নম্বরটি গুগলের অফিসিয়াল নম্বর হলেও, হ্যাকাররা এটি স্পুফ করে ব্যবহার করছে। ফলে নম্বরটি দেখে বিভ্রান্ত হবেন না।
কীভাবে প্রতারণা সম্পন্ন হয়?
হ্যাকার প্রথমে আন্তর্জাতিক কোনো লোকেশন থেকে জিমেইল অ্যাকাউন্টে রিকভারি চেষ্টার মাধ্যমে সতর্কতা তৈরি করে। কিছুদিন পর তারা গুগলের নাম করে ফোন দেয়। ব্যবহারকারীকে পাসওয়ার্ড রিসেট করাতে প্রলুব্ধ করে। সফল হলে, পুরো অ্যাকাউন্ট চলে যায় হ্যাকারদের দখলে।
প্রতারণামূলক ফোন এলে কী করবেন?
কোনোভাবেই পাসওয়ার্ড বা সিকিউরিটি কোড শেয়ার করবেন না। কোনো লিংকে ক্লিক না করে সরাসরি https://myaccount.google.com এ গিয়ে নিজেই লগইন করুন। Security > Review Security Activity অপশনে গিয়ে অচেনা লগইন হয়েছে কি না দেখুন। যদি কিছু না পান, চিন্তার কিছু নেই। সতর্ক থাকুন।
নিজের জিমেইল অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখতে যা করবেন
অথেনটিকেটর অ্যাপ ব্যবহার করুন- এসএমএস-ভিত্তিক টু-ফ্যাক্টর অথেনটিকেশন ঝুঁকিপূর্ণ। পাসকি যুক্ত করুন। এটি হ্যাক রোধে কার্যকরী প্রযুক্তি। শক্তিশালী ও ইউনিক পাসওয়ার্ড ব্যবহার করুন। নিয়মিত পরিবর্তন করুন। সিকিউরিটি চেকআপ ব্যবহার করে নিয়মিত আপনার অ্যাকাউন্ট পর্যালোচনা করুন।
বিশেষজ্ঞরা বলেন, বর্তমানে প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করেছে। তবে প্রতারণার পথও খুলে দিয়েছে। গুগলের নামে ফোন করে প্রতারণার ফাঁদে যেন আপনি না পড়েন, তাই এখনই সচেতন হওয়া জরুরি। সূত্র: টেকরাডার, ফোর্বস