ইলন মাস্কের নতুন উদ্যোগ হিউম্যানয়েড রোবট ‘অপটিমাস’

প্রকাশ: বুধবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png নিজস্ব প্রতিবেদক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

বিশ্বব্যাপী বৈদ্যুতিক গাড়ির বাজারে চাপের মুখে পড়েছে টেসলা। চীনের তীব্র প্রতিযোগিতা, ইউরোপীয় বাজারে সরবরাহ সংকট এবং ইলন মাস্ককে ঘিরে রাজনৈতিক বিতর্কের জেরে কোম্পানিটির বৈদ্যুতিক গাড়ির বিক্রি হ্রাস পাচ্ছে। চলতি বছরের প্রথমার্ধে টেসলার বৈশ্বিক গাড়ি বিক্রি কমেছে ১৩ শতাংশ; শুধু জুলাই মাসেই ইউরোপে বিক্রি কমেছে ৪০ শতাংশ।

এই কঠিন বাস্তবতায় মাস্কের দৃষ্টি এখন গাড়ির বাইরের একটি নতুন খাতে হিউম্যানয়েড রোবট, যার নাম ‘অপটিমাস’। মাস্কের ভাষায়, ভবিষ্যতে টেসলার ৮০% বাজারমূল্যই আসবে এই রোবট থেকে।

টেসলার নতুন ‘মাস্টারপ্ল্যান’
সম্প্রতি মাস্ক এক্স-এ (সাবেক টুইটার) পোস্টে জানান, টেসলার ভবিষ্যৎ ‘ফিজিক্যাল এআই’ তথা বাস্তব জগতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ঘিরে আবর্তিত হবে। একইদিন টেসলা প্রকাশ করে তাদের ‘মাস্টারপ্ল্যান, পার্ট ৪’, যেখানে অগ্রাধিকার দেওয়া হয়েছে রোবটিক্স ও হিউম্যানয়েড রোবটকে।

প্ল্যান অনুযায়ী, টেসলা এমন এক পৃথিবীর স্বপ্ন দেখছে, যেখানে মানুষ যা করতে চায় না বা বিপজ্জনক বলে মনে করে, সেসব কাজ করবে ‘অপটিমাস’ রোবট। তবে এই উচ্চাকাঙ্ক্ষার বাস্তবায়নে বাধাও রয়েছে।

চ্যালেঞ্জের মুখে ‘অপটিমাস’
মাস্ক ২০২৫ সালের মধ্যেই হাজার হাজার অপটিমাস রোবট উৎপাদনের ঘোষণা দিলেও বাস্তবতা ভিন্ন। চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য দ্বন্দ্ব, বিরল খনিজের সংকট এবং চলতি বছরের জুনে অপটিমাস বিভাগের প্রধানের পদত্যাগ। সব মিলিয়ে প্রকল্পটি নানা চ্যালেঞ্জের মুখে।

প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকা কঠিন
অপটিমাস শুধু স্বপ্ন নয়, এখন এটা একটা জটিল প্রতিযোগিতার ময়দান। বাজার গবেষণা প্রতিষ্ঠান মর্গান স্ট্যানলি জানিয়েছে, ২০৫০ সালের মধ্যে হিউম্যানয়েড রোবট বাজারের আকার দাঁড়াবে ৫ ট্রিলিয়ন ডলার। সেখানে যুক্তরাষ্ট্রের ফিগার এআই, ক্যালিফোর্নিয়ার কেস্কেল ল্যাবস এবং চীনের বিভিন্ন কোম্পানি টেসলার সামনে শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে।

বিশেষত কেস্কেল ল্যাবস মাত্র ৯,০০০ ডলারে একটি রোবট তৈরি করেছে, যা টেসলার অপটিমাসের প্রাথমিক দামের অর্ধেকেরও কম। ফিগার এআই ইতিমধ্যে পেয়েছে ৭০০ মিলিয়ন ডলারের বিনিয়োগ, যার পেছনে আছেন জেফ বেজোস, মাইক্রোসফট ও এনভিডিয়ার মতো জায়ান্টরা।

ভবিষ্যৎ কি সত্যিই রোবটের?
নিশ্চিতভাবেই মাস্ক একটি নতুন দিগন্তে নজর দিয়েছেন। এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং ‘ফিজিক্যাল এআই’-কে কৃত্রিম বুদ্ধিমত্তার চূড়ান্ত ধাপ হিসেবে উল্লেখ করেছেন এবং রোবট নির্মাতাদের জন্য এনেছেন ৩,৪৯৯ ডলারের ‘ব্রেইন কিট’।

টেসলা এখনো অপটিমাস নিয়ে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি। তবে মাস্কের দৃষ্টিভঙ্গি স্পষ্ট, ভবিষ্যৎ শুধু রাস্তায় নয়, মানুষের মতো রোবটের হাতেও গড়ে উঠবে। সূত্র: দ্য ভার্জ,  টেকক্রাঞ্চ ও ফরচুন  

image

আপনার মতামত দিন