স্বাস্থ্যসেবায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার দিন দিন বাড়ছে। এবার আরও একধাপ এগিয়ে গেল মাইক্রোসফট। প্রতিষ্ঠানটি দাবি করেছে, তাদের নতুন এআই টুল চিকিৎসকদের তুলনায় চার গুণ বেশি কার্যকরভাবে জটিল রোগ শনাক্ত করতে পারে। এই প্রযুক্তির নাম ‘Microsoft AI Diagnostic Orchestrator’, যা ইতিমধ্যেই চিকিৎসাবিজ্ঞান ও প্রযুক্তি মহলে ব্যাপক আগ্রহের জন্ম দিয়েছে।
রোগ শনাক্তে গতি ও নির্ভুলতা
মাইক্রোসফট জানিয়েছে, নতুন এআই টুলটি দ্রুত ও নির্ভুলভাবে জটিল শারীরিক সমস্যা শনাক্ত করতে সক্ষম। এতে চিকিৎসা কার্যক্রমের গতি বাড়বে এবং রোগীরা আগের চেয়ে দ্রুত চিকিৎসাসেবা পাবে।
কে দাঁড় করাল এই উদ্যোগের পেছনে?
এই উদ্যোগটি এসেছে মাইক্রোসফটের নতুন গঠিত স্বাস্থ্যবিষয়ক এআই ইউনিট থেকে, যার নেতৃত্বে রয়েছেন মুস্তাফা সুলেইমান-ডিপমাইন্ডের (গুগলের মালিকানাধীন এআই গবেষণা প্রতিষ্ঠান) সহ-প্রতিষ্ঠাতা। ডিপমাইন্ডের একাধিক শীর্ষস্থানীয় এআই গবেষককেও তিনি মাইক্রোসফটে নিয়ে এসেছেন।
এক এআই নয়, পুরো ‘ভার্চুয়াল মেডিকেল টিম’
সিস্টেমটি একক কোনো এআই নয়, বরং এতে পাঁচটি এআই চিকিৎসক বা এজেন্ট একসঙ্গে কাজ করে। তারা যৌথভাবে একটি ভার্চুয়াল মেডিকেল টিম গঠন করে যেখানে:
>> একজন রোগের সম্ভাব্য কারণ অনুমান করে
>> অন্যজন উপযুক্ত পরীক্ষা নির্ধারণ করে
>> বাকিরা যুক্তিতর্ক ও বিশ্লেষণের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়।
‘চেইন অব ডিবেট’: নতুন চিন্তার পদ্ধতি
রোগ নির্ণয়ে এআই কেবল সিদ্ধান্তই দেয় না, বরং 'চেইন অব ডিবেট' পদ্ধতির মাধ্যমে ধাপে ধাপে ব্যাখ্যা করে কেন এবং কীভাবে সে সিদ্ধান্তে পৌঁছেছে। পরীক্ষামূলকভাবে ৩০৪টি জটিল রোগের কেস স্টাডি দিয়ে যাচাই করা হয় এআই টুলের কার্যকারিতা এবং ব্যাখ্যাদানের সক্ষমতা।
ওপেনএআই-সহ ছয় প্রযুক্তি প্রতিষ্ঠানের মডেল
এ টুল তৈরিতে ব্যবহৃত হয়েছে ওপেনএআই, গুগল, মেটা, অ্যানথ্রপিক, এক্স এআই ও ডিপসিক-এর উন্নত ভাষা মডেলগুলো। এর মধ্যে OpenAI-এর O3 মডেল দিয়ে সবচেয়ে ভালো ফল পাওয়া গেছে বলে জানিয়েছে মাইক্রোসফট।
খরচেও বুদ্ধিমত্তা
এআই সিস্টেমটিকে নির্দেশনা দেওয়া হয়েছে যেন খরচ সম্পর্কে সচেতন থাকে। ফলে এটি অপ্রয়োজনীয় পরীক্ষা এড়িয়ে শুধুমাত্র প্রয়োজনীয় টেস্ট-ই নির্বাচন করে। এর ফলে রোগ নির্ণয় কার্যকর হওয়ার পাশাপাশি বহু ক্ষেত্রে লক্ষ লক্ষ ডলার সাশ্রয়ও সম্ভব হয়েছে।
শিগগিরই যুক্ত হচ্ছে কোপাইলট ও বিং-এ
মাইক্রোসফট জানিয়েছে, এই প্রযুক্তির একটি সংস্করণ কোপাইলট চ্যাটবট এবং বিং সার্চ ইঞ্জিনে যুক্ত করার পরিকল্পনা রয়েছে-যা ভবিষ্যতে সাধারণ মানুষের স্বাস্থ্যসংক্রান্ত অনুসন্ধান ও প্রাথমিক রোগচিহ্নিতকরণে সহায়ক হতে পারে।
এআই-চালিত রোগ নির্ণয়ের নতুন এই যুগে মাইক্রোসফটের Diagnostic Orchestrator নিঃসন্দেহে এক বড় পদক্ষেপ। চিকিৎসকদের সহায়তায় এই প্রযুক্তি যদি বাস্তব প্রয়োগেও সাফল্য দেখাতে পারে, তবে এটি হতে পারে স্বাস্থ্য খাতে বিপ্লবের সূচনা। সূত্র: ফাইন্যান্সিয়াল টাইমস।