বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (Artificial Intelligence) প্রযুক্তির বিকাশ আমাদের চোখের সামনে ঘটে চলেছে। প্রযুক্তির এই দ্রুত পরিবর্তনের ধারায় আমরা নতুন সম্ভাবনা যেমন দেখছি, তেমনি উদ্বেগ-আশঙ্কাও বাড়ছে-মানুষের পরিবর্তে এআই কি একদিন সব কাজ করে ফেলবে?
তবে গুগল ডিপমাইন্ডের সিইও ডেমিস হাসাবিস এই পরিবর্তনকে দেখছেন এক নতুন আশার আলো হিসেবে। সম্প্রতি যুক্তরাজ্যের কুইন্স কলেজে এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেছেন, "এআই শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ তৈরি করবে।" তার মতে, আগামী দশকে "পরিবর্তন" হবে একমাত্র ধ্রুবক, আর সেই পরিবর্তনের সঙ্গে তাল মেলাতেই হবে।
ভবিষ্যতের প্রযুক্তি: প্রস্তুত হচ্ছেন তো?
ডেমিস হাসাবিস শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছেন এআই ছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ প্রযুক্তির সঙ্গে পরিচিত হতে:
>> ভিআর (Virtual Reality)
>> এআর (Augmented Reality)
>> কোয়ান্টাম কম্পিউটিং।
তিনি বলেছেন, আগামী ৫ থেকে ১০ বছরে এই প্রযুক্তিগুলো আরও বাস্তব ও কার্যকর হয়ে উঠবে। আর সেই পরিবর্তনের সময়টাই হয়ে উঠতে পারে ক্যারিয়ার গঠনের মোক্ষম মুহূর্ত। সূত্র: বিজনেস ইনসাইডার