বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে বাধ্যতামূলক হচ্ছে সফট স্কিল, হার্ড স্কিল ও কারিগরি শিক্ষা

প্রকাশ: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪  ডেস্ক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানসম্পন্ন গ্র্যাজুয়েট হিসেবে গড়ে তুলতে সিলেবাসে আমূল সংস্কার আনা হচ্ছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

শুক্রবার (২৫ এপ্রিল) বিকেএসপির অডিটোরিয়ামে অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত দুই দিনব্যাপী আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “জাতীয় বিশ্ববিদ্যালয় একটি বৃহৎ সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। শিক্ষার্থীদের একবিংশ শতাব্দীর চাহিদা মেটানোর উপযোগী করে গড়ে তুলতে আমাদের সিলেবাসে আধুনিকায়ন আনা হচ্ছে। নতুন সিলেবাসে সফট স্কিল, হার্ড স্কিল ও কারিগরি শিক্ষা বাধ্যতামূলকভাবে যুক্ত করা হচ্ছে।”

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এবং স্পোর্টস বোর্ডের সভাপতি অধ্যাপক মো. লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম এবং বিকেএসপির পরিচালক কর্নেল মো. গোলাম মাবুদ হাসান। এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মো. আমিনুল আক্তার।

দুই দিনব্যাপী এই ক্রীড়া প্রতিযোগিতায় দেশের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। উপাচার্য জানান, শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতিচর্চায় উৎসাহ প্রদানের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আপনার মতামত দিন