ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন আন্তর্জাতিক অলিম্পিয়াডে অংশগ্রহণকারী বাংলাদেশি শিক্ষার্থীরা

প্রকাশ: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪ রিপোর্ট
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
গত বছরের আগস্ট-সেপ্টেম্বরে বুলগেরিয়া ও সৌদি আরবে অনুষ্ঠিত প্রথম আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অলিম্পিয়াড, নভেম্বরে তুরস্কে অনুষ্ঠিত ২১তম ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড এবং ২০২৫ সালের জানুয়ারিতে দক্ষিণ কোরিয়ায় ২৬তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অংশগ্রহণ করা বাংলাদেশ দলকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হল।

রাজধানীর ড্যাফোডিল প্লাজার ৭১ অডিটরিয়ামে মঙ্গলবার সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি সম্মাননা স্মারকও তুলে দেওয়া হয়। এসব অলিম্পিয়াডের বাংলাদেশ পর্বের আয়োজক বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এর আয়োজনে এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগিতায় এ সংবর্ধনার আয়োজন করা হয়।    

সংবর্ধনা আয়োজনে উপস্থিত হয়ে কম্পিউটার সার্ভিসেস লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক মামলুক ছাবির আহমেদ, ভলেন্টিয়ার এসোসিয়েশন ফর বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্থপতি হাসনাউন সবিহ, বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ, ই-জেনারেশনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর খন্দকার খালিদ হাসান, ইন্টেলিজেন্ট মেশিনস-এর হেড অব এআই আহনাফ হোসাইন রাফি, টেক্সকোটেক-এর ডিরেক্টর খন্দকার শহিদ ইমামসহ প্রমুখ বিজয়ীদের অভিনন্দন জানান।

আয়োজনের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক বি এম মইনুল হোসেন এসব অলিম্পিয়াডের এ বছরের কার্যাবলী বর্ণনা করার পাশাপাশি বিজয়ীদের শুভেচ্ছা জানান।

এ সময় ড্যাফোডিল ফ্যামিলির গ্রুপ সিইও ড. মো. নুরুজ্জামান, বিডিওএসএনের সভাপতি মুনির হাসানসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

এ ধরনের বিভিন্ন অলিম্পিয়াডের বাংলাদেশ পর্ব আয়োজনের মাধ্যমে দেশের শিক্ষার্থীদেরকে আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের দক্ষতা প্রদর্শনের সুযোগ করে দেয়ার কাজ করে যাচ্ছে বিডিওএসএন- বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এবং বিডিওএসএনের সহ-সভাপতি ড. লাফিফা জামাল।  

অনুষ্ঠানের এক পর্যায়ে এসব অলিম্পিয়াডের আন্তর্জাতিক পর্বে নিজেদের অংশগ্রহণের অভিজ্ঞতা শোনায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদিয়া আনজুম পুষ্প, সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল ও কলেজের শিক্ষার্থী আরেফিন আনোয়ার এবং মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী আরিয়েত্তি ইসলাম। এছাড়া আন্তর্জাতিক পর্যায়ে প্রকাশিত নিজেদের গবেষণা নিয়ে অভিজ্ঞতা বিনিময় করেন নাশীতাত যাইনাহ্ রহমান, আবরার শহীদ এবং ইকবাল সামিন পৃথুল।

 আন্তর্জাতিক এআই অলিম্পিয়াড, ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড এবং আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের বাংলাদেশ পর্ব আয়োজন করে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)। আন্তর্জাতিক পর্যায়ের জন্য দল নির্বাচন করা, তাদের নিয়মিত প্রশিক্ষণের পাশাপাশি আন্তর্জাতিক অলিম্পিয়াডে তাদের অংশগ্রহণ নিয়েও কাজ করে আসছে বিডিওএসএন।


আপনার মতামত দিন